আজকাল ওয়েবডেস্ক:‌ ইতালিতে জি৭ সম্মেলনে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনে মোদি দক্ষিণী বিশ্ব (গ্লোবাল সাউথ) বিশেষত আফ্রিকার সমস্যাকে অগ্রাধিকার দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান। তিনি বলেন, ‘‌ভারতের কাছে এটা বিশেষ সম্মানের যে, জি২০–র সভাপতিত্বে ভারতের সদস্যপদভুক্তি, আফ্রিকান ইউনিয়ন স্বীকার করে নিয়েছে।’‌ প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে ভারতের শক্তিক্ষেত্রে রূপান্তরের রূপরেখাকে ব্যাখ্যা করে বলেন, এর ভিত্তি হল প্রাপ্যতা, প্রবেশ যোগ্যতা, সামর্থ এবং গ্রহণযোগ্যতা। এদিকে, জি৭ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।
 ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন মোদি। ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ‘‌মোদিজি এবং মেলোনি প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষায় সহযোগিতা বাড়িয়ে তুলতে দু’‌জনের মধ্যে কথা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সেনার অবদানকে স্বীকৃতি দেবার জন্য প্রধানমন্ত্রী মোদি ধন্যবাদ জানান ইতালি সরকারকে।