আজকাল ওয়েবডেস্ক: ফের পোশাক ফতোয়ার প্রতিবাদে সরব ইরানের এক মহিলা। সেই ভিডিও তোলপাড় ফেলেছে দুনিয়াজুড়ে। ভাইরাল ওই ভিডিও-তে দেখা যাচ্ছে যে, ইরানের দ্বিতীয় বৃত্ততম শহর মাশাদের রাস্তায় নগ্ন অবস্থায় এক মহিলা পুলিশের গাড়িতে উঠে পড়ে পোশাক ফতোয়ার বিরকুদ্ধে সোচ্চার হয়েছেন।
'ইউরো নিউজ'-এর ভাইরাল ভিডিও-র শুরুতেই দেখা যাচ্ছে যে, খোলা রাস্তায় এক মহিলা নগ্ন অবস্থায় পুলিশের গাড়ির সামনে এলেন। তারপর সেই গাড়ির বনেটে চড়ে পড়েছেন তিনি। গাড়ির বনেটে চড়ে কিছু একটা বলছিলেন। তবে কি বলছেন তা শোনা যায়নি। এরপর মেজাজে মহিলা গাড়ির মাথায় চড়ে বসেন। শূ্ন্যে হাত ছুড়ে দিয়ে তখনও কিছু একটা বলছিলেন মহিলা। ততক্ষণে আশপাশে পুলিশের কর্মীরা চলে এসেছেন। তবে, কোনও পুলিশ কর্মীই ওই মহিলার কাছে আসতে চাননি।
???????? BREAKING: In Iran, a woman strips naked and climbs onto a police car in a protest against the current Islamic government.pic.twitter.com/9dko7uLayZ
— TacticalEdge (@EdgeE50124)Tweet by @EdgeE50124
ইরানে মহিলাদের হিজাব দিতেই হয়য যার প্রতিবাদে অনেক মহিলাই বেশ মুখর। 'দ্য সান' পত্রিকার প্রতিবেদন অনুসারে, ওই মহিলার স্বামীর দাবি, তাঁর স্ত্রী একটি বিশেষ চিকিৎসার অধীনে রয়েছেন।
গত ডিসেম্বরেই ইরানে একটি আইনে মহিলাদের চুল, হাত ও পা দেখানো নিয়ে কঠোর বিধি আরোপের ঘোষণা হয়। এদিকে, ইরানে মহিলাদের পোশাক ইস্যুকে ঘিরে নানা প্রতিবাদ চলছে। সদ্য তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে এক মৌলবীর পাগড়ি খুলে নিয়ে এক মহিলা নিজের মাথায় তা হিজাব হিসাবে দিয়েছিল। সেই ঘটনার আগে, সেই মহিলাকে হিজাব না পরার জন্য ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। গোটা ঘটনার ভিডিও খুব বাইরাল হয়েছিল।
