আজকাল ওয়েবডেস্ক: শেক্সপিয়র বলেছিলেন "নামে কী আসে যায়? ব্রিটেনের দিকে তাকালেই তা স্পষ্ট হবে। ২০২৩ সালে ব্রিটেনে জনপ্রিয় নামগুলোর তালিকায় সবার উপরে উঠে এসেছে 'মহম্মদ'। ব্রিটেন এবং ওয়েলসের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্সের তথ্য, ওই দুই জায়গাতেই সদ্যোজাত পুত্রের নাম 'মহম্মদ' রাখছেন বেশিরভাগ অভিভাবক।
ব্রিটেন এবং ওয়েলসের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্সে প্রত্যেক বছর সদ্যোজাতদের জনপ্রিয় নামের তালিকা তৈরি করে। ব্রিটেনে ২০২২ সালে পুত্রের নামের তালিকায় সবার উপরে ছিল নোয়া। দ্বিতীয় স্থানে ছিল মহম্মদ। এক বছরের মধ্যে চিত্রবদল। পুত্র সন্তানদের জনপ্রিয়তম নাম হিসাবে উঠে এসেছে মহম্মদ। দ্বিতীয় স্থানে নোয়া। তৃতীয় স্থানে রয়েছে অলিভার।
পরিসংখ্যানের প্রকাশ, ২০২২ সালে ব্রিটেনে ৪,১৭৭টি সদ্যোজাত পুত্রের নাম রাখা হয়েছিল মহম্মদ। ২০২৩ সালে সেই সংখ্যা ৪,৬৬১।
লন্ডনের থেকেও উত্তর ও পশ্চিম মিডল্যান্ড এলাকায় মহম্মদ নামের জনপ্রিয়তা আরও চড়া। মহম্মদ নামের আরও দু'টি ধরণও বেশ জনপ্রিয় ইংল্যান্ড এবং ওয়েলসে। জনপ্রিয় নামের তালিকায় ২৮ নম্বরে রয়েছে মোহাম্মেদ এবং ৬৮ নম্বরে রয়েছে মোহাম্মাদ।
সদ্যোজাত কন্যাদের জনপ্রিয় নামের তালিকায় শীর্ষে অলিভিয়া। ২০১৬ সাল থেকেই এর অন্য়থা হয়নি। ২০২৩ সালের তালিকায় প্রথম তিনে রয়েছে অলিভিয়া, অ্যামেলিয়া, আইলা।
রাজপরিবারের সদস্যদের নাম মিলিয়ে (যেমন- ক্যামিলা, মেগান, হ্যারি) সদ্যজাতদের নাম রাখার বিষয়টি এখন তেমন জনপ্রিয় নয় ব্রিটিশ দম্পতিদের কাছে। ছেলেদের ক্ষেত্রে মহম্মদ, নোয়া ছাড়াও জনপ্রিয়তার শীর্ষে জর্জ, লিও, আর্থার, লুকা, থিওডোর, অস্কার এবং হেনরি। মেয়েদের ক্ষেত্রে অলিভিয়া, অ্যামেলিয়া, ইসলা, লিলি, ফ্রেয়া, আভা, আইভি, ফ্লোরেন্স, উইলো এবং ইসাবেলা।
