আজকাল ওয়েবডেস্ক: ইউরোপের সবথেকে সক্রিয় আগ্নেয়গিরি ফের নিজের খেলা দেখাতে শুরু করে দিয়েছে। ২ জুন থেকেই শুরু হয়েছে তার সক্রিয় অবস্থা। চারিদিকে শুধুই ছাই এবং গরম হাওয়া দিয়ে চলেছে সে। ফলে বেজায় সমস্যায় পড়েছেন পর্যটকরা।
 
 যে ছবি সামনে এসেছে তা থেকে দেখা গিয়েছে বহু দূর থেকেই আগ্নেয়গিরির মাথা থেকে ছাইয়ের ধোঁয়া দেখা গিয়েছে। গোটা আকাশকে ধরে রেখেছে ছাইয়ের বিরাট সাম্রাজ্য। আশেপাশের সমস্ত এলাকার তাপমাত্রা অনেকটা বেড়েছে। গোটা এলাকা ধীরে ধীরে খালি করে দেওয়া হয়েছে। 
 
 পর্যটকরা বেশ কয়েকদিন আগে থেকেই এখানে ঘুরতে এসেছিলেন। তবে তারা এবার প্রবল সমস্যার সামনে। দ্রুত এই জায়গা ছেড়ে নিজেদের ঘরে ফিরতে চাইছেন তারা। 
 
 যেভাবে মাউন্ট এটনা তার খেলা দেখাতে শুরু করেছে সেদিক থেকে দেখতে হলে ইতিমধ্যে গোটা এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ইটালির জাতীয় ভৌগলিক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যেভাবে গোটা এলাকার পরিবেশে বিরাট বদল হয়েছে তাতে এটি একটি বড় মাথাব্যাথার কারণ হতে পারে। 
Parents sent me this from Sicily - Mount Etna erupting pic.twitter.com/tnjJcAwTjO
— Ava-Santina (@AvaSantina)Tweet by @AvaSantina
 
 একটি বিবৃতি জারি করা হয়ে বলা হয়েছে সকলে যেন এই এলাকা দ্রুত খালি করে দেন। তাহলে সেখান থেকে ক্ষতির আশঙ্কা অনেকটাই কমবে।
গবেষকরা জানিয়ে দিয়েছে মাটি থেকে প্রায় ৬৪০০ মিটার এলাকায় ছড়িয়ে পড়েছে ছাইয়ের মেঘ। দুপুরের দিকে এর প্রভাব হয়েছে আরও বেশি। রাতের দিকে খানিকটা কমলেও তা নিয়ন্ত্রণে আনা অতি দুর্বোধ্য বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
 
 মাউন্ট এটনা বর্তমানে ইউরোপের সবথেকে সক্রিয় আগ্নেয়গিরি। এটি বহু বছর পর জেগে উঠলেও এর সক্রিয়তা এবার আগের তুলনায় অনেকটা বেশি। ফলে সেখান থেকে এর ক্ষতির পরিমানও অনেকটা বেশি হবে। এর আগেও এই জীবন্ত আগ্নেয়গিরি সকলকে ভুগিয়েছে। আর ফের একবার এর নতুন নারকীয় লীলা দেখার জন্য সকলে তৈরি হচ্ছে। এখান থেকে এখনই মুক্তিলাভ সম্ভব নয়। এবার কীভাবে এর থেকে দূরে থাকা যায় সেই চিন্তাই সকলের মধ্যে। 
