ক মাসেরও বেশি সময় ধরে জমা জল সেই জলেই অভিনব প্রতিবাদ করলেন চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। আজ সকালে চাকদহ ভারতীয় সিনেমা হলের সামনে এই ধরনের প্রতিবাদে অংশ নেন বিধায়ক সহ বিজেপি সমর্থকরা।  ভরা বর্ষা নয় সামান্য বৃষ্টিতেই জল জমে থাকে চাকদাহ বনগাঁ রোডের একটি বিস্তীর্ণ অংশে। স্থানীয় বাস স্ট্যান্ড থেকে শুরু করে ১২ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত রাজ্য সড়কের অবস্থা এতটাই শোচনীয় যে, প্রতিদিন কয়েকশো যাত্রীকে হাঁটুজল পেরিয়ে ট্রেন বা বাস ধরতে হচ্ছে। ব্যাহত হচ্ছে স্থানীয় ব্যবসাও।