আজকাল ওয়েবডেস্ক: আপনি যদি একজন ছাত্র হন, একই সঙ্গে চাকরি খুঁজছেন। তাহলে আপনার জন্য সুখবর। শুধুমাত্র ক্যান্টিন চালিয়েই লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন আপনিও। সেই সুযোগ দিচ্ছে চীনের এক বিশ্ববিদ্যালয়। সেখানকার ক্যান্টিন পরিচালনার জন্য প্রয়োজন একজন লোক। বেতন দেওয়া হবে বার্ষিক সাড়ে ২১ লক্ষ টাকা। তবে এখানে একটি শর্ত আছে।
চীনের নানজিং-এর সাউথইস্ট ইউনিভার্সিটি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্যান্টিন ম্যানেজারের জন্য শূন্যপদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এই পদের কাজ, খাবার তৈরির তত্ত্বাবধান করা, খাদ্য সুরক্ষা নিশ্চিত করা, ক্যান্টিন পরিচালনা করা ও সংশ্লিষ্ট নথিপ পরিচালনা করা।
এই কাজের জন্য যে যোগ্যতার মানদণ্ড দেওয়া হয়েছে সেটিই অবাক করেছে সকলকে। এই চাকরির জন্য আবেদন করতে লাগবে পিএইচডি ডিগ্রি। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী জানিয়েছেন, রান্নার অভিজ্ঞতার প্রয়োজন নেই। খাদ্য, রন্ধনশিল্পে ডিগ্রী বা সার্টিফিকেট থাকলে তা বোনাস হবে। পাশাপাশি ইংরেজি কথা বলায় দক্ষ এবং কম্পিউটার জানার মত বেশ কিছু বিষয়ে দক্ষতা থাকতে হবে।
এই চাকরির বিজ্ঞাপন সকলকে অবাক করেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, 'এখন কি ক্যান্টিন পরিচালনা করার জন্য আমাদের সত্যিই পিএইচডি ডিগ্রির প্রয়োজন?' এক জন লিখেছেন, চীনে অত্যাধিক চাকরির প্রতিযোগিতা প্রতিষ্ঠানগুলিকে তাদের যোগ্যতার সীমা বৃদ্ধি করতে বাধ্য করছে।
সাউথইস্ট ইউনিভার্সিটি চীনের শীর্ষ ৩৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। এর স্নাতকদের সাধারণত উচ্চবেতনের চাকরির নিশ্চয়তা দেওয়া হয়। তবে এই চাকরির বিজ্ঞাপন দেখে অনেকেরই মাথা ঘুরে গিয়েছে।
