আজকাল ওয়েবডেস্ক: একেই বলে 'আদর্শ যুগল'! দু'জনে যেন একে অপরের পরিপূরক। প্রেমে হাবুডুবু খেতেন দু'জনেই। মাঝে মাঝে ঝামেলা হলেও মিটমাট হয়ে যেত দ্রুত। দু'জনের রসায়ন দেখে বাইরে থেকে অনেকে অবাক হয়ে যেতেন। সেই 'আর্দশ যুগল'-এর বিয়ে টিকল না এক ঘণ্টাও। বিয়ের কয়েক মিনিট পরেই তরুণী জানতে পারলেন স্বামীর আসল কেচ্ছা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মেলবোর্নের বাসিন্দা কাইলি সম্প্রতি একটি রেডিও চ্যানেলে হৃদয়বিদারক ঘটনাটি শেয়ার করেছেন। তরুণী জানিয়েছেন, সারাজীবন একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি নেওয়ার কয়েক মিনিট পরেই বিয়ের আসর থেকে স্বামী গায়েব হয়ে যান। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর জানতে পারেন, তাঁর তুতো বোনের সঙ্গেই পালিয়ে গেছেন স্বামী।
তরুণী জানিয়েছেন, ছ'বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তাঁরা। একসঙ্গেই বিয়ের পরিকল্পনা করেন। বিয়ের দিন হাসিখুশি মেজাজেই ছিলেন তিনি। প্রতিশ্রুতি নেওয়ার পরেও আত্মীয়ের সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছিল তাঁকে। ঠিক কয়েক মিনিট পর বিয়ের আসরে আর তাঁকে পাওয়া যায়নি। সব জায়গায় খুঁজতে শুরু করেন। সেই দিন থেকে এখনও পর্যন্ত যুবকের আর দেখা পাননি তরুণী। এমনকী কোনও বার্তাও পাঠাননি।
তরুণী জানান, তাঁর তুতো বোনের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন যুবক। বিয়ের দিন সেই বোনের সঙ্গে পালিয়ে যান। কেউ কাউকে বুঝতে দেননি। দু'জনের কেচ্ছা জানতে পেরে আত্মীয়রাও চমকে ওঠেন।
