আজকাল ওয়েবডেস্ক: সদ্য সন্তানের জন্ম দেওয়া স্বামীর সঙ্গে মিলনে রাজি হননি স্ত্রী। সেই রাগের বশে নিজের দুই সপ্তাহের সদ্যোজাতকে জঙ্গলে ফেলে রেখে এসে স্ত্রীকে শাস্তি দিলেন এক ব্যক্তি। এই ঘটনার পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মাদকাসক্ত। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
চীনের সংবাদমাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি থাইল্যান্ডের। ২১ বছর বয়সী ওই যুবকের কীর্তি ফাঁস করেছেন তাঁর ২২ বছর বয়সী স্ত্রী। ওই মহিলা জানিয়েছে, একদিন আচমকা তাঁর স্বামী তাঁদের সন্তানকে নিয়ে একটি কলাবাগানে চলে যান। সেখানে সন্তানকে মাটিতে শুইয়ে রেখে ছবি তুলে সেটি স্ত্রীকে পাঠান। নিজের সন্তানকে মাটিতে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে, আতঙ্কিত মহিলা গ্রামের প্রধানের কাছে অভিযোগ জানান এবং গোটা বিষয়টি অনলাইনে শেয়ার করেন।
ছবি পাঠানোর পর ওই যুবক শিশুটিকে নিয়ে বাড়িতে ফিরে আসেন। কিন্তু মহিলা ততক্ষণে পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ফেলেছেন এবং জানিয়েছেন যে তাঁর স্বামী একজন মাদকাসক্ত এবং জুয়ার নেশা রয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করে।
মহিলার আরও অভিযোগ, তাঁর স্বামী তাঁদের এক বছরের অপর সন্তান এবং তাঁর উপর মাঝে মধ্যেই অত্যাচার করেন। তিনি আরও জানিয়েছে, সদ্য সন্তান জন্ম দেওয়ার পরপরই তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চাইছিলেন ওই যুবক। কিন্তু তিনি রাজি না হওয়ায় দু'জনের মধ্যে গত কয়েকদিন ধরেই বিবাদ চলছিল।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই যুবক। তাঁর দাবি, শুধু ছবি তোলার জন্যই সন্তানকে নিয়ে কলাবাগানে নিয়ে গিয়েছিলেন। সেখানে সন্তানকে ফেলে রেখে আসার কোনও অভিসন্ধি তাঁর ছিল না।
পুলিশের মাদক পরীক্ষায় ব্যর্থ হয়েছে ওই যুবক। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আইন অনুযায়ী তাঁকে পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে। থাইল্যান্ডে নয় বছরের কম বয়সী শিশুকে কেউ পরিত্যাগ করলে যার ফলে শিশুর কোনও শারীরিক ক্ষতি না হয় তাহলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।
