আজকাল ওয়েবডেস্ক: বয়স তখন কত হবে? বছর বারো। ওই বয়সেই নাকি ব্রাশ করতে গিয়ে গিলে ফেলেছিলেন। তারপর কেটে গিয়েছে পাঁচ দশকের বেশি সময়। ৬৪ বছরের বৃদ্ধের পেট থেকে বেরিয়ে এল সেই আস্ত ব্রাশ। ঘটনায় আঁতকে উঠলেন চিকিৎসকরা।

পূর্ব চীনের আনহুই প্রদেশের ইয়াং পদবীর এক ব্যক্তি ১২ বছর বয়সে টুথব্রাশটি গিলে ফেলেছিলেন। কিন্তু ভয়ও পেয়েছিলেন সঙ্গে। ভেবেছিলেন বাবা-মা’কে বললেই কপালে জুটবে বকুনি। ছোট বেলায় মনে হয়েছিল, টুথ ব্রাশ একদিন পেটের ভিতরেই গলে মিশে যাবে।  শরীরের ভিতরে কোনও সমস্যাও হয়নি।

আচমকা ৬৪ বছর বয়সে গিয়ে পেটের ভিতর  নিজের অস্তিত্ব জানান দিতে শুরু করে ওই ব্রাশ। ব্যক্তি জানিয়েছেন, আচমকা তলপেটে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে যান হাসপাতালে। 

চিকিৎসকেরা স্ক্যান এবং অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন যে তার ক্ষুদ্রান্ত্রের গভীরে একটি বস্তু আটকে আছে। সেটি ১৭ সেন্টিমিটার লম্বা। পরে জানা যায়  সেই টুথব্রাশ, যা গিলে ফেলেছিলেন যুগ আগে।

চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে বস্তুটি অপসারণের জন্য একটি এন্ডোস্কোপিক করেন। তারপর ৮০ মিনিট ধরে অস্ত্রোপচার হয়। তবে এ থেকে ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারত বলে আশঙ্কা চিকিৎসকদের।