আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কা জুড়ে একাই রোড ট্রিপে বেরিয়েছিলেন নিউজিল্যান্ডের এক তরুণী। সোলো ট্রিপ বেশ ভালই চলছিল। কিন্তু তার মাঝেই ঘটে গেল এক বিপত্তি।
অভিযোগ উঠেছে রোড ট্রিপে থাকা নিউজিল্যান্ডের ওই মহিলা পর্যটক এক যুবকের হাতে হেনস্থার মুখে পড়েছেন। অভিযোগ, ওই মহিলাকে চরম হেনস্থা এমনকী প্রকাশ্যে শ্লীলতাহানি করেন স্থানীয় এক যুবক।
অভিযোগের ভিত্তিতে ওই স্থানীয় ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। নিউজিল্যান্ডের বাসিন্দা ওই পর্যটক তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে ঘটনার বিস্তারিত জানান। যা পরে দ্রুত ভাইরাল হয়ে যায়।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল তাঁর সফরের চতুর্থ দিনে। ঘুরে বেড়ানোর সময় এক স্কুটার আরোহী তাঁকে বারবার অনুসরণ করতে থাকে। ভিডিও মারফত জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি তাঁকে অশালীন প্রস্তাব দেয়।
ওই যুবতী রাজি না হওয়ায় যুবক তার সামনেই হস্তমৈথুন করতে থাকে। নির্দিষ্ট অভিযোগর ভিত্তিতে ২৩ বছর বয়সী ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
ওই কিউয়ি পর্যটক জানান, দিনের শুরুটা ছিল বেশ আনন্দময়। সূর্যোদয়ের সময় সাঁতার কাটছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়।
ওই যুবতীর কথায়, ‘লোকটি স্কুটার চালিয়ে বারবার সামনে-পিছনে আসছিল। প্রথমে আমি ভেবেছিলাম সাধারণ ভ্রমণকারী, কিন্তু পরে আচরণ সন্দেহজনক হয়ে ওঠে।’
তিনি জানান, কিছুক্ষণ পর রাস্তায় থেমে বিশ্রাম নেওয়ার সময় ফের হাজির হয় ওই ব্যক্তি। ভাষার সমস্যা থাকলেও শুরুতে তিনি বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে কথা বললেও দ্রুতই অস্বস্তিকর হয়ে ওঠে পরিস্থিতি।
তিনি কোথায় থাকছেন, এই প্রশ্নের পরই ভ্রমণকারী যুবতী বুঝতে পারেন, ওই যুবকের উদ্দেশ্য ভালো নয়। ভিডিওতে ধরা পড়েছে, ওই ব্যক্তি তাকে যৌন সম্পর্কের প্রস্তাব দেয় এবং পরে অশোভন আচরণ করে।
ভয় কাঁপতে কাঁপতে সেখান থেকে বেরিয়ে যান পর্যটক। তিনি বলেন, ‘আমি না বলার পরও তার ওই আচরণ আমাকে স্তম্ভিত করেছে। বাকি রাস্তা জুড়ে অস্বস্তিতে দিন কাটিয়েছি আমি।’
তবে তিনি স্পষ্ট করেন, এটি পুরো শ্রীলঙ্কার প্রতিফলন নয়। তাঁর কথায়, ‘এটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা। শ্রীলঙ্কার মানুষ অত্যন্ত আন্তরিক ও সহৃদয়। একজন মানুষের আচরণ দিয়ে পুরো দেশকে বিচার করা ঠিক নয়।’
একই সঙ্গে একাকী ভ্রমণের বাস্তবতা নিয়ে তিনি মন্তব্য করেন, ‘সোলো ভ্রমণ অসাধারণ, কিন্তু সব দিন সমানভাবে সুন্দর নয়। সতর্ক থাকা জরুরি। একজন মহিলার একা ভ্রমণের জন্য যে মূল্য দিতে হয় তা দুঃখজনক হলেও বাস্তব।’
অভিযুক্ত ব্যক্তি ধরা পড়ায় স্থানীয় প্রশাসন জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কঠোর ব্যবস্থা নিচ্ছে।
