আজকাল ওয়েবডেস্ক: হাঁসফাঁস গরমে স্বস্তি পেতে ডাবের জল কিনেছিলেন। তখনও জানতেন না, এতেই লুকিয়ে বিপদ। রোদ থেকে বাড়ি ফিরেই এক চুমুক ডাবের জল খেয়েছিলেন। মুহূর্তের মধ্যে ঘটল বিপত্তি। শরীরে তুমুল অস্বস্তি অনুভূত হতেই জ্ঞান হারালেন ব্যক্তি। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হল না। কয়েক ঘণ্টায় মৃত্যু হল ৬৯ বছরের বৃদ্ধের।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ডেনমার্কে। ডাবের জল খাওয়ার কয়েক ঘণ্টা পরেই মৃত্যু হয়েছে ৬৯ বছরের বৃদ্ধের। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ব্রেন ড্যামেজের কারণে প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তি। পরিবারের তরফে জানানো হয়েছে, এক মাস আগে বাজার থেকে ডাবটি কিনে ঘরেই রেখে দিয়েছিলেন ব্যক্তি। ঘরের তাপমাত্রায় থাকার কারণে ডাবের জল পচে যায়। সেই জল খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ।
ব্যক্তি সেই ডাবের জল এক চুমুক খেয়েই পচা গন্ধ টের পান। সঙ্গে সঙ্গে সেটি ফেলে দেন। কিন্তু ওই এক চুমুকেই সবশেষ! তিন ঘণ্টার মধ্যে ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তীব্র জ্বর আসে। দরদর করে ঘামতে শুরু করেন। বমিও করেন কয়েকবার। দ্রুত হাসপাতালে ভর্তি করে এমআরআই করা হয়। রিপোর্টে দেখা যায়, মস্তিষ্কের একাংশ ফুলতে শুরু করেছে। এর ২৬ ঘণ্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই বৃদ্ধ।
চিকিৎসকরা জানিয়েছেন, পচা ডাবের জলে ফাঙ্গাস ছিল। সেই ফাঙ্গাস শরীরে ছড়িয়ে পড়ে। এই ফাঙ্গাসের জেরে মস্তিষ্কের চরম ক্ষতি হয়। এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে। পচা ডাবের জলে চুমুক দিতেই চরম পরিণতি হল বৃদ্ধের।
