আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে সেক্স রোবট নিয়ে বিশ্বজুড়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। তবে আদৌ কি এই রোবটগুলো বাস্তবে আছে? লন্ডনের কিংস কলেজের অধ্যাপক এবং Turned On: Science, Sex and Robots বইয়ের লেখিকা ড. কেট ডেভলিন জানালেন, "সেক্স রোবট নিয়ে অনেক গল্প শোনা গেলেও বাস্তবে এগুলো এখনো উন্নয়নের প্রাথমিক স্তরে। বাজারে কোনো রোবট এখনো সরাসরি বিক্রির জন্য উপলব্ধ নয়।"
ড. ডেভলিনের মতে, বর্তমানের রোবটগুলো মূলত যৌন পুতুলের মতো, কিছুটা কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন রয়েছে। যেমন "হারমোনি" নামের একটি রোবট মুখের অভিব্যক্তি প্রকাশ করতে পারে এবং অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর সঙ্গে কথা বলতে পারে। তবে সে নিজে দাঁড়াতে বা চলাচল করতে পারে না। দামও চড়া—১০,০০০ মার্কিন ডলারের উপরে।
এই প্রযুক্তি মূলত পুরুষদের জন্য তৈরি এবং নারীদের অংশগ্রহণ কম। নারী সংস্করণ থাকলেও জনপ্রিয়তা কম এবং নারী ব্যবহারকারীরাও নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করতে দ্বিধান্বিত।
অনেক ব্যবহারকারী যৌনতা নয়, বরং একাকীত্ব দূর করার জন্য সঙ্গী হিসেবে রোবট কিনতে আগ্রহী। অন্যদিকে, এসব প্রযুক্তি নিয়ে গোপনীয়তা ও নিরাপত্তার আশঙ্কাও রয়েছে—যেমন ডেটা হ্যাক, দূর থেকে ডিভাইস নিয়ন্ত্রণ ইত্যাদি।
ভবিষ্যত কি?
ড. ডেভলিন মনে করেন, সেক্স রোবটের গণউৎপাদনের সম্ভাবনা খুবই কম। এটি একটি সীমিত গোষ্ঠীর আগ্রহেই সীমাবদ্ধ থাকবে। বরং স্মার্ট টয়, দূর-নিয়ন্ত্রিত ডিভাইস এবং ভার্চুয়াল রিয়ালিটি-ভিত্তিক সম্পর্ক উন্নয়নের দিকেই আগ্রহ বাড়ছে।
