আজকাল ওয়েবডেস্ক: চিনে এখন ঘুরছে রহস্যময় পুতুলের খেলা। একে হাতে দেখতে পেলেই চিনের কাস্টমস বিভাগ সেটি নিয়ে বাজেয়াপ্ত করছে। তবে কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে।
চিনের বাজারে পপ টয় নামে একটি পুতুল তৈরির সংস্থা রয়েছে। তারা তৈরি করেছে লাবুবু এবং মলি ডল নামের দুই ধরণের পুতুল। তবে এই পুতুল তৈরির পর থেকেই এর চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। এমনকি এই পুতুলের যোগান দিতে এখন হিমসিম খাচ্ছেন খোদ এই প্রতিষ্ঠানের কর্ণধাররা এখানেই শেষ নয়। পুতুলটির চাহিদা দেশে বিদেশ থেকে আসা প্রচুর পর্যটকও বেশি দাম দিয়ে এই পুতুল কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন।
এখানেই বিষয়টি আটকে দিয়েছেন চিনের কাস্টমস বিভাগ। তারা এই পুতুলের কালোবাজারি রুখতে আসরে নেমেছেন। এই পুতুলের আড়ালে নানা ধরণের বস্তুকে চিন থেকে পাচার করা হচ্ছে বলেও খবর এসেছে।
ইতিমধ্যেই ৩১৮ টি পুতুলকে আটক করেছে চিনের কাস্টমস বিভাগ। এগুলি প্রায় সবই পর্যটকদের কাছ থেকে তারা বাজেয়াপ্ত করেছেন। চিনের জনগন চাইছে এই পুতুল যেন বিদেশে না যায়। যদি চিনের বাইরে এই পুতুল চলে যায় তাহলে সেখান থেকে এর চাহিদা কমবে। তখন চিনের বাজারেই এই পুতুলের আর চাহিদা থাকবে না।
এই দুই ধরণের পুতুলের চাহিদা এখন চিনের বাজারে প্রচুর। প্রতিটি শিশু তাদের ঘরে এই পুতুলকে নিয়ে যেতে চাইছেন। এখানেই যোগানে টান পড়েছে। বাজারে এটি রাখার পরই এটি কেনার ধুম পড়েছে চিনের শিশুদের মধ্যে।
এই পুতুল চিনের বাজারে বিক্রি হচ্ছে ৩২০ ডলারে। তবে কালোবাজারে এটি বিক্রি হচ্ছে ২০৮ ডলারে। ফলে সেখান থেকে এই প্রতিষ্ঠানের প্রচুর ক্ষতি হয়েছে। সেখান থেকে তারা এবার ঘুরে দাঁড়াতে চাইছে। তবে এই কাজটি তারা সহজে করতে পারছে না।
কেন এই পুতুলকে নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে কেউ বিশেষ মুখ খুলতে চাইছেন না। তবে চিনের এই পুতুলকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা থেকে তৈরি হয়েছে নতুন রহস্য।
