আজকাল ওয়েবডেস্ক: লা নিনা এবার বিদায়ের পথে। সেখানে ঝড়ের বেগে তেড়ে আসছে এল নিনো। যদিও এই বিষয়টিকে সহজ হিসাবেই দেখছেন সকলে। তবে পরিবেশবিদরা মনে করছেন যে এল নিনো এবার অনেক দ্রুত আসবে। নিয়ে আসবে বিরাট গরম পরিবেশ।


ডিসেম্বর মাস থেকেই দুর্বল হয়েছে লা নিনা। ফরে শীতের যে পরিবেশ দীর্ঘায়িত হয়ে মার্চ মাস পর্যন্ত যাওয়ার কথা ছিল সেখানে সেটি জানুয়ারি মাস থেকেই বিদায় নিয়েছে। তবে এবার নতুন আশঙ্কার কথা শোনাল আবহবিদরা। তারা মনে করছে প্রশান্ত মহাসাগরে দ্রুত নিজের জায়গা করে নিচ্ছে এল নিনো। ফলে গরম বাতাসের পাশাপাশি এবার বেশ কয়েকটি ঘুর্ণিঝড়ও তৈরি হবে।

 


প্রশান্ত মহাসাগরে কেমন পরিবেশ তৈরি হবে তার উপর নির্ভর করে বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশের হিসেব করা হয়ে থাকে। তবে লা নিনা যে প্রায় বিদায়ের পথে সেটা নিশ্চিত করা হয়েছে। এল নিনো দ্রুত বাতাসকে গরম করে তুলছে। ফলে সেখান থেকে প্রশান্ত মহাসাগরে ঝড়ের পরিবেশ তৈরি হচ্ছে। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই ঝড়বৃষ্টি দেখতে পারেন ভারত সহ আশেপাশের দেশগুলি।

 


লা নিনার দ্রুত বিদায়ের ফলে ফেব্রুয়ারি মাসেই রেকর্ড গরম দেখেছে বিশ্ববাসী। এবার সেই তালিকা যে ক্রমেই বাড়বে সেকথা বলাই যায়। চলতি বছরে গরম যে নতুন রেকর্ড তৈরি করবে সেকথা সকলেই জানে। মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রির বেশি হতে পারে। সেখানে গরমের আগেই গরমের অনুভূতি হবে। 

 


বিশ্ব উষ্ণায়নের ফলে এমনতিই বিভিন্ন দেশের তাপমাত্রার পারদ উপরের দিকে। পাশাপাশি আন্টার্কটিকার বরফ দ্রুত গলে যাওয়ার ফলে সমুদ্রের জলের স্তরও বাড়ছে। এবার যদি তাপমাত্রার পরিমান আরও বাড়ে তাহলে তার সরাসরি প্রভাব পড়বে বিশ্বের বিভিন্ন দেশে। বিশেষত যেসব দেশগুলি সমুদ্রের ধারে রয়েছে তারা অনেক বেশি সমস্যায় পড়বে। সেখানে তাপমাত্রার পারদ অনেক বেশি থাকবে।