আজকাল ওয়েবডেস্ক: রাজ্যাভিষেকের মুকুট পরেই স্নানঘরে ঢুকতেন রানি এলিজাবেথ। মায়ের এমনই এক গোপন তথ্য ফাঁস করলেন রাজা তৃতীয় চার্লস। মুকুটের এত ওজন ছিল, সেটি প্রায়শই পরে স্বাভাবিক থাকার চেষ্টা করতেন রানি। সম্প্রতি ছোটবেলার নানা স্মৃতি ভাগ করে নেন রাজা তৃতীয় চার্লস। রানি এলিজাবেথের রাজ্যাভিষেকের স্মৃতিও রোমন্থন করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে এসেছিলেন কানাডার ১২ জন বৃদ্ধা। এর আগে তাঁরা বাকিংহাম প্যালাসেও রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেছিলেন। এই ১২ জন বৃদ্ধা ১৯৫৩ সালে রানি এলিজাবেথের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে সাক্ষাতের পরেই মায়ের গল্প করেন চার্লস।
চার্লস জানান, মাঝে মাঝে রাজ্যাভিষেকের মুকুট পরে স্নানঘরে ঢুকতেন রানি এলিজাবেথ। চার্লস ও অ্যানি তখন খুব ছোট। তাঁদের স্নান করানোর সময় একদিন মুকুট পরেই স্নানঘরে ঢুকেছিলেন মা। যা দেখেই দুই ভাইবোন চমকে ওঠেন। পরে জানতে পারেন ভারী মুকুট পরে যাতে স্বাভাবিকভাবে কথা বলা, হাঁটাচলা করা যায়, তার জন্য মুকুট পরেই ঘরের মধ্যে ঘুরতেন রানি এলিজাবেথ।
চার্লস আরও বলেন, 'নির্দিষ্ট সময় পর্যন্ত ভারী মুকুট পরে থাকতেই হত রানিকে। মুকুটটি যেমন ভারী, তেমন লম্বা। সেটি দীর্ঘক্ষণ পরে স্বাভাবিকভাবে কথা বলতে যাতে অসুবিধা না হয়, তার জন্যেই প্র্যাকটিস করতেন। ছোটবেলার সেই স্মৃতি আজও অমলিন।'
