আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী তিনি। তবে বলছেন, এই মুহূর্তে দেশের অন্যতম প্রভাবশালী নেত্রী হলেও, তাঁর কলেজ জীবন ছিল আর পাঁচজন সাধারণ আমেরিকানদের মতোই। আর এটাই যেন তাঁকে এক কদম এগিয়ে দিচ্ছে।

কথা হচ্ছে ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসের। এক সাক্ষাৎকারে, কমলা হ্যারিস তাঁর ছাত্র জীবনের কথা বলেন, তখনই জানান, পড়ুয়াকালে  ম্যাকডোনাল্ড'স-এ তাঁর ভূমিকা সম্পর্কে ।  পিটসবার্গের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে তাঁর বক্তৃতার পর,  স্টেফানি রুহলের সাথে কথা বলেন। কথোপকথনে, দেশের জন্য তাঁর অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ফাস্ট ফুড জায়ান্টে তাঁর আগের ভূমিকা সম্পর্কে বুস্তারির আলোচনা করেন।

আলোচনার সময় রুহেল যখন বলেন, দেশের মানুষ মনে করেন সমগ্র দেশের অর্থনীতির বিষয়ে ট্রাম্প তাঁড় থেকে অনেকটাই বেহসি ভাল বোঝেন, ঠিক তখনই নিজের কলেজ জীবনের উদাহরণ তুলে আনেন কমলা। তাঁর বক্তব্য, তিনি নিজে আর পাঁচজন সাধারনের মতোই বেড়ে উঠেছেন, নিজেই উপার্জন শুরু করেছিলেন কলেজে পরার সময়। তাই দেশের অর্থনিতি সম্পর্কে সুস্পষ্ট ধারনা রয়েছে তাঁর। 

তিনি কী কী কাজ করেছিলেন সেসব সুম্পর্কেও আলোচনা হয়। তিনি আরও বলেন, তিনি পড়ুয়া অবস্থায় কাজ শুরু করেছিলেন, কিন্তু দেশে এমন বহু মানুষ রয়েছেন যাঁরা ম্যাকডোনাল্ড’স-এ কাজ করেই সংসার চালান। তাই এই কাজকে ছোট করে দেখার কোনও কারণ নেই।