আজকাল ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকি উড়িয়ে দিয়ে ইরান তার ভূগর্ভস্থ মিসাইল ভান্ডার প্রস্তুত করছে “যুক্তরাষ্ট্র-সম্পর্কিত লক্ষ্যস্থল” হামলা করার জন্য, ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে।
রবিবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ওরা যদি কোনও চুক্তি না করে, তাহলে বোমা হামলা হবে। এমন একটি বোমা হামলা হবে, যা আগে কখনো দেখা যায়নি।” তিনি আরও সতর্ক করেন যে তিনি ইরানের ওপর “দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা” আরোপ করবেন।
ইরান এই হুমকির জবাবে তার মিসাইলগুলো ভূগর্ভস্থ জায়গায় প্রস্তুত রাখছে, যা বিমান হামলার বিরুদ্ধে প্রতিরোধ করতে সক্ষম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এক বক্তৃতায় বলেন, “আমরা আলোচনার বিরোধী নই, তবে প্রতিশ্রুতি ভঙ্গ করা সমস্যার মূল কারণ। ওদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে।”
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে দৃঢ় অবস্থানে অটল থাকায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।
