আজকাল ওয়েবডেস্ক: ইয়েমেন হামলার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসনিক কর্তারা গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন গ্রুপ চ্যাটে। ওই আলোচনায় ছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথ, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অন্যান্যরা। আচমকা  সেই গ্রুপচ্যাটে যোগ করা হয় 'দ্য আটলান্টিক'-এর সম্পাদক, সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গকে। অনুমান যে, এতেই নাকি ফাঁস হয় ইয়েমেনে মার্কিন বোমারু হামলার পরিকল্পনা! এমনটাই দাবি করেছেন সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গের। 

সাংবাদিক গোল্ডবার্গের দাবি, ইয়েমেনে সর্বশেষ হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই হেগসেথ ওই গ্রুপে অভিযান সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা ভাগ করে নেন। সেখানে আসন্ন হামলার লক্ষ্য, ব্যবহৃত অস্ত্র এবং হামলার গোটা পরিকল্পনার বিষয়ে বর্ণনা ছিল। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি এ বিষয়ে কিছু জানি না। আমি 'দ্য আটলান্টিক'-এরও খুব বড় ভক্ত নই।" পরে অবশ্য হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। প্রেসিডেন্টকেও গোটা ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা সচিব হেগসেথ  সাংবাদিকের তোলা অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, "কোনও যুদ্ধ পরিকল্পনা লিখে পাঠানো হয়নি। আমার এ নিয়ে এর বেশি আর কিছু বলার নেই।"

কিন্তু, জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেছেন, "গোল্ডবার্গ যে বার্তাটির প্রতিবেদন করেছেন, তা সত্য বলে মনে হচ্ছে, এবং কীভাবে অসাবধানতাবশত নম্বরটি গ্রুপে যুক্ত করা হয়েছিল আমরা সেটা পর্যালোচনা করছি।' হিউজেসের দাবি, "এটি অনিচ্ছাকৃত ভুল।" তবে তিনি জানিয়েছেন যে, এই ঘটনার প্রেক্ষিতে মার্কিন জাতীয় নিরাপত্তায় কোনও প্রভাব পড়েনি।  

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by The Atlantic (@theatlantic)