আজকাল ওয়েবডেস্ক: হাজার হাজার বার ডেটে গিয়েও প্রেমে ব্যর্থ জাপানের এক যুবক। মনের মতো সঙ্গী খুঁজে পাননি। প্রেম করতে বা পছন্দের মানুষ খুঁজে পেতে কাউকে যেন আর দুর্ভোগ পোহাতে না হয়, সেই দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন ওই যুবক। নিজের উদ্যোগেই বানিয়ে ফেললেন ডেটিং অ্যাপ।

জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় বছরে ২০ লক্ষ টাকারও বেশি উপার্জন করতেন ইয়োশিও নামে ওই যুবক। বিজ্ঞন মাস্টার্স ডিগ্রিও রয়েছে তাঁর। মা-বাবার সঙ্গে থাকাতেন তিনি। এর ফলে ২০ লক্ষ টাকা উপার্জনও জাপানে অত্যন্ত কম। তাই বহুবার ডেটে গেলেও তাঁর সঙ্গে প্রেম করতে রাজি হতেন না কেউই। ওই যুবক জানিয়েছেন, দু'হাজার বার ডেটে গিয়ে ব্যর্থ হয়েছেন। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর তিনি জীবনসঙ্গী হিসাবে খুঁজে পান একজনকে। এরপরই প্রেমের খোঁজে থাকা যুবক-যুবতীদের বিনামূল্যে সুবিধা দেওয়ার কথা তাঁর মাথায় আসে। তৈরি করে ফেলেন একটি ডেটিং অ্যাপ। মানুষের জীবনে  বসন্ত নিয়ে আসাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ওই যুবক।