আজকাল ওয়েবডেস্ক: কুকুরের মতো বাঁচতে চেয়েছিলেন। সেইমতো নিজের জীবনকে অন্য পথে নিয়ে যান। তৈরি করে ফেললেন একটি কুকুরের পোশাক। জাপানের এই ব্যক্তি এখন সকলের খুব প্রিয়। তাঁকে সকলে টোকো বলেই চেনেন। যখনও কারও কুকুরের দরকার হয় সেখানেই তিনি হাজির হয়ে যান কুকুর সেজে।
কুকুরের এই পোশাকটি তৈরি করতে তার খরচ হয়েছে প্রায় ১১ লক্ষ টাকা। তিনি যখন এটি গায়ে চাপান তখন তাকে দেখে বোঝা যায়নি যে তিনি কুকুরের পোশাক গায়ে চাপিয়েছেন। এই পোশাকটির ওজন ৪ কেজি। এর লেজটি আবার নড়াচড়া করে। টোকোকে দেখা রাস্তার কুকুরও ভিরমি খায়। পোশাক পরা অবস্থায় টোকো খাওয়াদাওয়া করতে পারে।
টোকো বর্তমানে নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছে। সেখানে রয়েছে ৭০ হাজার সাবস্ক্রাইবার। তাকে একবার দেখতে সকলেই পছন্দ করেন। পাশাপাশি যারা জীবনে কুকুর হতে চান তাদেরকে তিনি নিজের পোশাকটি ভাড়া দেন। সেখান থেকে তার ভাল আয় হয়।
কুকুরের পোশাকের ভাড়া শুনলে চোখ এবার কপালে উঠবে। এটিকে ৩০ দিন আগে থেকেই বুকিং করতে হয়। তাহলে ভেবে দেখুন কতটা দাম রয়েছে এই পোশাকের। ১৮০ মিনিট যদি আপনি এই পোশাকটিকে ভাড়া নেন তাহলে সেখানে আপনার খরচ হবে ২৬ হাজার ৫০০ টাকা। যদি ১২০ মিনিট ভাড়া নেন তাহলে খরচ হবে ১৯ হাজার ৫০০ টাকা। তবে টাকা নিয়ে কেউ ভাবতে রাজী নন। সকলেই জীবনে একবার কুকুর হতে চায়। তাই দামটা তাদের কাছে কোনও ব্যাপার নয়।
একজন লিখেছেন, তিনি জীবনে নেকড়ে হতে চেয়েছিলেন। সেই শখ তিনি কুকুর হয়ে মিটিয়েছেন। টাকা নিয়ে চিন্তা করতে চান না। তিনি নিজের শখটি পূরণ করতে চান। চিনের সামাজিক মাধ্যমে এই খবরটি বর্তমানে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। সকলেই এখন কুকুর হওয়ার জন্য ছুটছেন চিনে। পেট বাঁচাতে যে ব্যক্তি একসময় নিজে কুকুর সেজেছিলেন সেই ব্যক্তি এখন রাজার হালে দিন কাটাচ্ছেন।
