আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো ও তার সাত ঘনিষ্ঠ সহযোগীকে ক্যু ষড়যন্ত্র মামলায় দোষী সাব্যস্ত করল ব্রাজিলের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের মন্ত্রী কারমেন লুসিয়া তার ভোট প্রদান করে সংখ্যাগরিষ্ঠ রায় নিশ্চিত করেন। এর মাধ্যমে বলসোনারো ও তার সহযোগীদের বিরুদ্ধে সশস্ত্র অপরাধী সংগঠন গঠন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা উৎখাতের চেষ্টা, ক্যু'দে তা , হিংসা ছড়ানো, ভাঙচুর ও রাষ্ট্রের প্রতীকী স্থাপত্য ধ্বংসের অভিযোগে দোষী সাব্যস্ত করা হলো।
“বলসোনারোই কুপ ষড়যন্ত্রের নায়ক”, তার ভোটে মন্ত্রী কারমেন লুসিয়া স্পষ্ট ভাষায় বলেন। “জেয়ার মেসিয়াস বলসোনারো অপরাধী সংগঠনের নেতা হিসেবে অভিযুক্ত অপরাধগুলো সংঘটিত করেছেন। তিনি পরিস্থিতির চাপে ভেসে যাননি, বরং নিজেই ছিলেন পুরো ক্যু প্রচেষ্টার পরিকল্পনাকারী ও সংগঠক।” তিনি আরও যোগ করেন, বলসোনারোর নেতৃত্বে সরকার ও ঘনিষ্ঠ মিত্ররা একটি পরিকল্পিত ও ধাপে ধাপে বাস্তবায়িত ষড়যন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করেছে। এর লক্ষ্য ছিল ২০২২ সালের নির্বাচনের বৈধ ক্ষমতার পরিবর্তন রুদ্ধ করা এবং বিচার বিভাগের স্বাধীনতাকে ভেঙে ফেলা।
তার রায়ে মন্ত্রী উল্লেখ করেন, “ক্ষমতা দখলের ষড়যন্ত্র হঠাৎ করে জন্ম নেয় না। এটি দীর্ঘ প্রস্তুতির ফল, যাকে বলা যায় ক্যু মেশিন। এ মেশিন সময়ের অপেক্ষায় থেকে আঘাত হানে। একে বিচ্ছিন্নভাবে দেখা যাবে না, কারণ তা হলে আইনি প্রেক্ষাপট পাল্টে যাবে।” তিনি পিজিআর (অ্যাটর্নি জেনারেলের অফিস)-এর অভিযোগকে যথাযথ প্রমাণিত বলে রায় দেন এবং বলেন যে ৮ জানুয়ারি ২০২৩-এর হিংসাত্মক ঘটনাগুলোও এই ধারাবাহিক পরিকল্পনারই ফল।
আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পৃথিবী শাসন করছে কারা, তালিকায় কোথায় ভারত?
এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রী লুইজ ফুক্স প্রায় ১৪ ঘণ্টাব্যাপী দীর্ঘ বক্তব্যে ভিন্নমত পোষণ করেন। তবে কারমেন লুসিয়ার ভোট ছিল তৃতীয়, যা সংখ্যাগরিষ্ঠতা গঠনে নির্ণায়ক হয়। ভোট চলাকালীন বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস ও ফ্লাভিও ডিনো বক্তব্য রাখেন। মোরায়েস আদালতে কয়েকটি ভিডিও প্রদর্শন করেন, যেখানে দেখা যায়—বলসোনারো জনসমাবেশে তাকে “দুর্বৃত্ত” বলে সম্বোধন করছেন এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অমান্য করার ঘোষণা করছেন। আরেক ভিডিওতে ২০২৩ সালের ৮ জানুয়ারির হিংসায় কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট ভবনের ভাঙচুরের দৃশ্য তুলে ধরা হয়।
এখনো প্যানেলের সভাপতি মন্ত্রী ক্রিস্তিয়ানো জানিন ভোট দেননি। সব ভোট শেষ হলে প্রতিটি আসামির অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির মেয়াদ নির্ধারণ করা হবে। উল্লেখ্য, আসামিদের মধ্যে শুধু প্রাক্তন গোয়েন্দা সংস্থা আবিনের প্রধান ও বর্তমান ফেডারেল ডেপুটি আলেক্সান্দ্রে রামাজেমের বিরুদ্ধে ৮ জানুয়ারির ঘটনাসংশ্লিষ্ট দুটি অভিযোগ স্থগিত করা হয়েছে। কারণ, তখন তিনি ইতিমধ্যেই ডেপুটি হিসেবে শপথ নিয়েছিলেন।
রায় ঘোষণার সময় কারমেন লুসিয়া বলেন, “এই বিচার ব্রাজিলের অতীত, বর্তমান ও ভবিষ্যতের মিলনস্থল। অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার অবশ্যই ন্যায্য হতে হবে। তবে এই মামলাটি অভূতপূর্ব, কারণ এটি গোটা জাতিকে আঘাত করেছে।” এর মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল—বলসোনারো নেতৃত্বাধীন চক্র একটি সুসংগঠিত কুপ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এবং তারা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করার চেষ্টা করেছে।
