আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্টাইনের উত্তর গাজার জাবালিয়ায় রাষ্ট্রসঙ্ঘের পরিচালিত ‘আল-ফাখুরা’ নামে একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।
শনিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
রাষ্ট্রসঙ্ঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ পরিচালিত ওই স্কুলটিতে ইজরায়েলি বাহিনীর অবিরাম হামলা থেকে বাঁচতে শত শত মানুষ আশ্রয় নিয়েছিলেন।

গাজা থেকে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি তারেক আবু আজজুম জানান, স্কুলের ভেতর মরদেহ পড়ে আছে। মেডিক্যাল টিমগুলো আহতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তিনি আরও জানান, উত্তর গাজায় ইজরায়েলের অব্যাহত স্থল আক্রমণ থেকে বাঁচতে অনেক প্যালেস্টাইনি সুরক্ষার জন্য ইন্দোনেশিয়ান হাসপাতালের আশপাশে রাষ্ট্রসঙ্ঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরের আল-ফাখুরা স্কুলে আশ্রয় নেওয়া লোকেরা, যাঁদের অনেকের চিকিৎসা সমস্যা ছিল, তাঁরা ভেবেছিলেন তাঁরা সেখানে আক্রমণ থেকে রক্ষা পেতে পারেন।

গাজায় গত ৭ অক্টোবরের পর থেকে ইজরায়েলের নির্বিচার হামলায় প্রাণহানির সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন সেখানকার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল থাওয়াবতা।