আজকাল ওয়েবডেস্ক:‌ ইজরায়েল হামলায় গাজায় মৃতের সংখ্যা ছাড়াল ২১ হাজার। মৃতদের মধ্যে ১৫ হাজার শুধু মহিলা ও শিশু। গত ৭ অক্টোবর থেকে ইজরায়েলি আগ্রাসনে তারা প্রাণ হারিয়েছেন।
 গত ৭ অক্টোবর গাজায় অভিযান শুরু করার পর থেকে ইজরায়েল ৬ হাজার ৩০০ মহিলা ও ৮ হাজার ৮০০ শিশুকে হত্যা করেছে বলে গাজার মিডিয়া অফিস জানিয়েছে।  
৮২ দিন হয়ে গেল যুদ্ধ থামার লক্ষ্মণ নেই। মৃত ও আহতের পাশাপাশি এখনো বহু মানুষ নিখোঁজ। গত ৭ অক্টোবর ইজরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিতে হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইজরায়েলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে সামরিক অভিযান শুরু করে সেনাও। ইজরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। হাজার হাজার পরিবার বাড়িঘর–সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে।