আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এক ‘ভয়ংকর’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, পাহাড়ের বুক চিরে গোপন সুড়ঙ্গ থেকে একের পর এক ট্রাক বেরিয়ে আসছে, তার প্রত্যেকটিতে ইরানের পতাকা আর ভয়ংকর মিসাইল। দৃশ্য দেখে বহু নেটিজেন মনে করেন, ইজরায়েলের দিকে এগোচ্ছে ইরানের ধ্বংসের বহর। কিন্তু সেই বিশ্বাস অল্প সময়ের মধ্যেই ভেঙে চুরমার হয়।
রিউমর স্ক্যানার টিমের তদন্তে উঠে এসেছে বিস্ফোরক তথ্য—ভিডিওটি আসলে বাস্তব নয়, এটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি। ভিডিওটি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা বেশ কিছু অস্বাভাবিকতা খুঁজে পান। পতাকাগুলোর দুলুনিতে ছিল কৃত্রিমতার ছাপ, পাহাড়ঘেঁষা ঘাস কিংবা পরিবেশের রঙে ছিল অবাস্তব ভাব। এমনকি স্পষ্ট দেখা যায়, প্রতিটি ট্রাকে চালকের কোনো অস্তিত্বই নেই। ভিডিওটি Cantilux.com নামক একটি আন্তর্জাতিক এআই শনাক্তকরণ প্ল্যাটফর্মে যাচাই করা হলে, তারা জানায় এটি ৮৪ শতাংশ এআই দিয়ে তৈরি দৃশ্য। অর্থাৎ এটি একটি সাজানো কল্পিত ভিডিও, যার সঙ্গে বাস্তবতার কোনও সম্পর্ক নেই।
সাম্প্রতিক ইরান-ইজরায়েল সংঘাতের আবহে এই ভিডিও ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে। ভুয়ো তথ্য এখন যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠেছে। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, মস্তিষ্কেও লড়াই শুরু হয়ে গেছে। এই ঘটনায় প্রমাণিত, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দৃশ্য চোখ বন্ধ করে বিশ্বাস করলে সত্যের থেকে বহু দূরে ছিটকে যেতে হয়। এই ধরনের ডিজিটাল প্রপাগান্ডা শুধু মানুষের আবেগকে নাড়িয়ে দেয় না, আন্তর্জাতিক রাজনীতিতেও ফেলে মারাত্মক প্রভাব। তাই এই সময়ে সবচেয়ে দরকার সচেতনতা ও সত্য যাচাইয়ের অভ্যাস। কারণ আজকের দিনে বিভ্রান্তি ছড়াতে কামান নয়, একটি এআই ভিডিও-ই যথেষ্ট।
