আজকাল ওয়েবডেস্ক: "আমি ওসামা বিন লাদেনকে গুলি করে মেরেছিলাম। এবার যদি ডোনাল্ড ট্রাম্প আমায় বলেন আয়াতোল্লাকেও সরাতে — আমি প্রস্তুত!" বিস্ফোরক এই মন্তব্য করে আন্তর্জাতিক মহলে ঝড় তুলেছেন মার্কিন সেনার প্রাক্তন সদস্য রবার্ট জে ও'নিল। তবে এখানেই থেমে থাকেননি তিনি। তাঁর মতে, "আয়াতোল্লার থেকেও ভয়ানক ইরানি হুমকি রয়েছে, আগে সেটা মেটানো দরকার।"
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে একটি চাঞ্চল্যকর তথ্যচিত্র — American Manhunt: The Search for Bin Laden, যেখানে পাকিস্তানের জালালাবাদে মার্কিন সেনার গোপন অপারেশনের পুনর্গঠন দেখা যাচ্ছে। সেখানে দেখা যায় কিভাবে ও’নিল ও তার দল আল-কায়েদা প্রধানকে হত্যা করেছিল। তার পর থেকেই আলোচনার কেন্দ্রে রবার্ট জে ও’নিল।এই প্রাক্তন সিল টিম ৬ কমান্ডো জানিয়েছেন, "ইরান শুধু আয়াতোল্লা নয়, ছায়ার নিচে আরও বড়ো হুমকি তৈরি করছে। যারা আমেরিকার ভিতরেই অস্থিরতা ছড়াতে চায়।"
তাঁর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক রাজনীতি এবং মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের মধ্যে আলোড়ন। একাংশের মতে, আসন্ন মার্কিন নির্বাচনকে ঘিরে দক্ষিণপন্থী আগ্রাসনের বার্তা স্পষ্ট হয়ে উঠছে ও'নিলের মন্তব্যে। তবে তাঁর এই মন্তব্য নিয়ে আমেরিকার প্রতিরক্ষা দফতর এখনও পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া দেয়নি। আয়াতোল্লা বা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিকে কেন্দ্র করে এমন প্রকাশ্য 'টার্গেটিং' কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে কতটা বিপজ্জনক হতে পারে, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
একজন "হিরো" কমান্ডো কি এবার পরিণত হচ্ছেন রাজনৈতিক আগুনে ইন্ধন জোগানো এক মুখপাত্রে? সময়ই দেবে উত্তর।
