আজকাল ওয়েবডেস্ক: ইরান ইজরায়েল যুদ্ধের মাঝেই ইরানে সরাসরি হামলা চালিয়েছিল আমেরিকা। ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকার বাহিনী। তারপর থেকেই ওই পরমাণু কেন্দ্রগুলি নিয়ে জোর চর্চা। স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ফোরদো পরমাণু কেন্দ্রের ক্ষতির পরিমাণ। একইসঙ্গে স্যাটেলাইট ছবিতে ধরা পড়ে, আমেরিকার হামলার আগেই ফোরদো পরমাণু কেন্দ্রের বাইরে হাজির ছিল সারি সারি ট্রাক।
ফক্স নিউজের সঙ্গে কথা বলার সময় ভ্যান্স জানিয়েছিলেন, তিনি মনে করেন হামলায় ইউরেনিয়ামের বিপুল ক্ষতি হয়নি। হামলার পরেও এখনও হাজার হাজার ফুট ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তাঁর দাবি ইরান থেকে নাকি খোঁজ নেই বিপুল পরিমানের ইউরেনিয়ামের।
এএফপি খামেনেই ঘনিষ্ঠ এক নেতার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইরানে এখনও সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে, তা থেকে অনায়াসে তৈরি হতে পারে পরমাণু বোমা। তথ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পরেও, খামেনেইয়ের দেশের কাছে মজুত অন্তত ৪০০ কেজি ইউরেনিয়াম, যা থেকে অন্তত দশটি পরমাণু বোমা বানানো যেতে পারে।
এসবের মাঝেই ক্ষয়ক্ষতি নিয়ে জানাল ইরান। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্কিন বিমান হামলার পর প্রথমবার ইরান আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক কেন্দ্রগুলির ব্যাপক ক্ষতি স্বীকার করেছে। আল জাজিরার সঙ্গে কথা বলার সময়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘আমাদের পারমাণু কেন্দ্রগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা নিশ্চিত।‘ যদিও এই প্রসঙ্গে এর থেকে এবশি তথ্য দিতে তিনি রাজি হননি বলেই খবর সূত্রের।
