আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেটোর সম্মেলনে জানিয়েছিলেন, আগামী সপ্তাহেই ইরান-আমেরিকা বৈঠকে বসতে চলেছে। সেখানে একটি চুক্তি সাক্ষরিত হতে পারে তেমন সম্ভাবনার কথাও জানিয়েছিলেন তিনি। ট্রাম্পের এই ঘোষোণার পরেই অনেকে মনে করেছিলেন, এবার পরমাণু নিয়ে সমঝোতায় যেতে পারে দুই দেশ। যদিও ট্রাম্প স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানিয়েছিলেন, বৈঠকে চুক্তি না হলেও তার তেমন কিছু যায় আসে না। যুদ্ধ শেষ হয়েছে এটাই অনেক।
তবে ট্রাম্পের ‘বৈঠক’ দাবি কার্যত নস্যাৎ করে দিয়েছে তেহরান। রয়টার্স সূত্রে খবর, বৃহস্পতিবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকার সঙ্গে পরমাণু সংক্রান্ত কোনও বৈঠকে বসার পরিকল্পনা নেই তাদের। সঙ্গেই তিনি জানিয়েছেন, বৈঠকের পরিকল্পনা করছে আমেরিকা। আমেরিকার সঙ্গে এই মুহূর্তে ইরান বৈঠকে বসতে পারবে কি না, তার কোনও প্রয়োজন রয়েছে কিনা, তাও মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।
ইরান-ইজরায়েল যুদ্ধের আবহেই সরাসরি ঢুকে পড়ে আমেরিকা। ইজরায়েলের পক্ষ নিয়ে একই দিনে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালায় ট্রাম্পের সেনাবাহিনী। পরিস্থিতি ক্রমেই জটিল হওয়ার মাঝেই ট্রাম্প আবার দুই দেশকেই যুদ্ধবিরতিতে আহ্বান জানান। যদিও প্রথম থেকেই ইরান কড়া ভাষায় সাফ জানিয়েছে, কোনও পরিস্থিতিতেই ইরান ট্রাম্পের কথা শুনে চলবে না।
