আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই জনসাধারণকে আরও সতর্ক থাকার নির্দেশ ইরানের। এবার হোয়াটসঅ্যাপ ব্যবহার নিয়ে বড়সড় নির্দেশ দেওয়া হল। মঙ্গলবার দুপুরে ইরানের একাধিক সংবাদমাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে, জনসাধারণ যেন ফোন থেকে দ্রুত হোয়াটসঅ্যাপ ডিলিট করে দেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নাগরিকদের হোয়াটসঅ্যাপ ডিলিট করার অনুরোধ করা হয়েছে। তাদের দাবি, হোয়াটসঅ্যাপ মারফত ইরানের তথ্য ইজরায়েলে পাচার করা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের তথ্য সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ ইজরায়েলে পাচার করছে। দেশের নিরাপত্তার স্বার্থেই নাগরিকদের দ্রুত হোয়াটসঅ্যাপ ডিলিট করার অনুরোধ করেছে তারা।
যদিও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলেই দাবি করেছে হোয়াটসঅ্যাপ। তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন পরিষেবা চালু রয়েছে। যার ফলে কেবলমাত্র বার্তা প্রেরক এবং প্রাপকই সেগুলি দেখতে পান। এমনকী ব্যবহারকারীর স্থান ট্র্যাক করা হয় না।
২০২২ সালে হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে পরিষেবা নিষিদ্ধ ঘোষণা করেছিল ইরান। গতবছর সেই নিষেধাজ্ঞা তুলেও দেয়। ইরানে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। সবচেয়ে ব্যবহৃত অ্যাপগুলির মধ্যে রয়েছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম।
