আজকাল ওয়েবডেস্ক: হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখলেন একটি নতুন রং। এই রংটি আপনি আগে দেখেননি। নীল নয়, সবুজ নয়। তাহলে কোন রং এটি। মার্কিন গবেষকরা একটি নতুন রংয়ের সন্ধান পেয়েছেন। এই রং মানুষ আগে দেখেননি। গবেষকরা এর নাম দিয়েছেন ওলো।
গবেষকরা এই রংকে সামনে আনার ক্ষেত্রে লেজার রে ব্যবহার করেছেন। চোখের ভিতরে এই লেজারকে ফেলে নতুন এই রংকে দেখা গিয়েছে। এই রঙকে খালি চোখে দেখা যায় না। এটি অনেকটা নীল এবং সবুজের একটি মিশ্রণ। এই রং পৃথিবীতে নেই। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জানিয়েছেন, এই রঙের পরীক্ষা তিনি প্রথমে নিজের ওপর করেছিলেন। তবে তিনি এটিকে একটি বেবি পিঙ্ক হিসাবে দেখেছেন। তবে পরে তিনি এই রংটি দেখতে পান।
এই রঙটি খালি চোখে কোথাও দেখা যাবে না। এটিকে শুধুমাত্র লেজার দিয়েই দেখা যেতে পারে। মানুষের চোখে সরাসরি এই রং এলে চোখের রেটিনার যে অংশ বিভিন্ন রং চিনতে পারে সেখান থেকেই একে দেখা যায়। নতুন এই রঙের নাম তাই দেওয়া হয়েছে ওলো। এই রং পৃথিবীতে কোথাও নেই। তাই একে কোনও বাড়ির দেওয়ালে বা ছবিতে দেখা যাবে না।
যেহেতু লেজার দিয়ে ওলোকে দেখা যাবে তাই তখন যারা একে দেখেছেন তারা এর আসল রং বুঝতে পারবেন। ওলো নিয়ে আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে বলেই অনুমান করছেন গবেষকরা। নতুন এই রং নিয়ে আরও তথ্য সামনে আসবে। অনেকে মনে করছেন নতুন এই রংটির কোনও অস্তিত্ব নেই। এটি শুধুমাত্র ব্রেনের একটি কায়দা। তার থেকে বেশি কিছুই নেই। তবে এই বক্তব্য কার্যত খাটছে না।
ওলোকে যতদিন পর্যন্ত সামনে থেকে না দেখা যাচ্ছে ততদিন পর্যন্ত একে নিয়ে থাকছে নানা প্রশ্ন। তবে কীভাবে একে সকলের সামনে নিয়ে আসা যাবে তা নিয়ে পরীক্ষা শুরু করেছেন গবেষকরা। যে রং লেজার দিয়ে শুধু চোখের রেটিনাতে ধরা পড়েছে সেই রং কীভাবে সকলের কাছে আসবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
