আজকাল ওয়েবডেস্ক: ডোমিনিকান রিপাবলিকের পূর্ব উপকূলে যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ২০ বছর বয়সী ভারতীয় ছাত্রী সুদীক্ষা কোনাঙ্কির সন্ধানে বড় ধরনের তল্লাশি চলছে। বৃহস্পতিবার, পুণ্টা কানার রিউ রিপাবলিকা হোটেলের সমুদ্র সৈকতে তাঁকে শেষবার দেখা গিয়েছিল বলে জানিয়েছে ডোমিনিকান জাতীয় জরুরি সেবা। স্থানীয় সময় ভোর ৪:১৫ টায় ততাঁকে শেষবার দেখা যায় এবং সমুদ্র সৈকতের ক্যামেরার ফুটেজে তাঁকে কয়েকজন তরুণের সাথে দেখা গেছে।
ডোমিনিকান জাতীয় পুলিশ জানিয়েছে, কোনাঙ্কির সাথে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সমুদ্রের কোন অংশে তল্লাশি চালাতে হবে তা নির্ধারণের চেষ্টা চলছে।
মিসিং পোস্টার অনুযায়ী, কোনাঙ্কি ৫ ফুট ৩ ইঞ্চি লম্বা, কালো চুল এবং বাদামী চোখের। তাঁকে শেষবার একটি বাদামী বিকিনি এবং বিশেষ কিছু গয়না পরা অবস্থায় দেখা গেছে। তাঁর ডান পায়ে একটি ধাতব ডিজাইনার পায়ের হার, ডান হাতে হলুদ ও স্টিলের ব্রেসলেট এবং বাঁ হাতে রঙিন পুঁতির ব্রেসলেট ছিল।
কোনাঙ্কির বাবা সুভারায়ুডু কোনাঙ্কি সিএনএনকে জানিয়েছেন, তাঁর মেয়ে পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ে প্রি-মেডিকেল পড়ার আগে স্প্রিং ব্রেকের জন্য পুণ্টা কানায় গিয়েছিল। “আমার মেয়ে খুবই ভালো, সে ডাক্তার হতে চেয়েছিল,” তিনি বলেন।
মিসিং ছাত্রীর খোঁজে ড্রোন, হেলিকপ্টার এবং নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থা কাজ করছে। ভারতীয় দূতাবাস ডোমিনিকান প্রজাতন্ত্রে তল্লাশি কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করছে।
কোনাঙ্কির বাবা আরও বলেন, তিনি চান স্থানীয় কর্তৃপক্ষ জলাভিযানের পাশাপাশি অপহরণ বা নারী পাচারের সম্ভাবনাও খতিয়ে দেখুক।
