আজকাল ওয়েবডেস্ক: একদিকে মার্কিন মুলুকে পাক সেনা প্রধান। অন্যদিকে আবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপ। এপ্রিল-মে মাসের ভারত-পাক দ্বন্দের পর দুই ঘটনাকে দুইয়ে দুইয়ে চার করছেন অনেকেই। তার মাঝেই আগুনে ঘি ঢেলেছে খোদ ট্রাম্পের মন্তব্য।
ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট। ভারত-পাক দ্বন্দ্বের আবহে একাধিক দেশ এই দুই দেশকেই আলোচনার মাধ্যমে নিজেদের দ্বন্দ্ব থামিয়ে নেওয়ার বার্তা দিয়েছিল। তার অন্যতম কারণ অবশ্যই দুই দেশে মজুত নিউক্লিয়ার ওভারহেড। আমেরিকাও একাধিকবার আর্জি জানায়। তারপর আমেরিকার প্রেসিডেন্ট বিশ্বের সামনে ঘোষণা করেন, ভারত-পাকিস্তান রাজি যুদ্ধবিরতিতে। অস্ত্রবিরতির বিষয়ে সাময়িক স্বস্তি মিললেও, প্রশ্ন ছিল, দুই দেশের সেনা প্রধান, রাষ্ট্রপ্রধান থাকতে কেন মার্কিন মুলুকের প্রেসিডেন্ট এই ঘোষণা করলেন। ট্রাম্প সরাসরি দাবি করেন, তিনিই দুই দেশের মধ্যস্থতাকারী। তাঁর কারণেই থেমেছে যাবতীয় সংঘর্ষ-হানাহানি। বুধবারেও একই কথার পুনরাবৃত্তি করেছেন বলেই খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে।
এদিকে ঠিক তার আগেই ট্রাম্পের কথা হয় মোদির সঙ্গে। ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রীর দেওয়া বিবৃতিতে জানানো হয়, ৩৫ মিনিটের মোদি স্পষ্ট জানিয়ে দেন যে, অপারেশন সিঁদুরের সময় মার্কিন হস্তক্ষেপ বা কোনও রকম মধ্যস্থতার প্রশ্নই ওঠে না। ভারত কখনও কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। তার পরেও বুধবার ট্রাম্প একই দাবি করেন বলে খবর সূত্রের। যদিও এদিন তিনি নরেন্দ্র মোদিকে 'ফ্যান্টাসটিক ম্যান' বলেও উল্লেখ করেছেন।
অন্যদিকে জানিয়েছেন, 'আই লাভ পাকিস্তান।' কী বলেছেন ট্রাম্প? বলেছেন, 'আমি যুদ্ধ বন্ধ করে দিয়েছি... আমি পাকিস্তানকে ভালোবাসি। আমার মনে হয় মোদি একজন অসাধারণ মানুষ। গত রাতে আমি তার সঙ্গে কথা বলেছি। আমরা ভারতের, মোদির সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে চলেছি।' পুনরায় বলেন, 'আমি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ বন্ধ করে দিয়েছি।'
