আজকাল ওয়েবডেস্ক: সুইজারল্যান্ডের জাতীয় ব্যাংক (SNB) ১৯ জুন জানিয়েছে, ২০২৪ সালে সুইস ব্যাংকে ভারতীয় অর্থ তিন গুণের বেশি বেড়ে পৌঁছেছে ৩.৫৪৫ বিলিয়ন সুইস ফ্রাঁ-এ (প্রায় ৩৭,৬০০ কোটি)। এটি ২০২১ সালের পর সর্বোচ্চ স্তর। এই বৃদ্ধির বেশিরভাগই এসেছে ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার মাধ্যমে রাখা অর্থ থেকে, সরাসরি ব্যক্তি গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে নয়। ভারতীয় গ্রাহকদের সরাসরি জমা মাত্র ১১% বেড়ে দাঁড়িয়েছে ৩৪৬ মিলিয়ন ফ্রাঁ-এ (প্রায় ৩,৬৭৫ কোটি), যা মোট অর্থের এক-দশমাংশ।

২০২৩ সালে এই অর্থ ৭০% কমে গিয়েছিল, কিন্তু এবার তা আবার বেড়েছে। যদিও এখনও ২০০৬ সালের সর্বোচ্চ ৬.৫ বিলিয়ন ফ্রাঁ-র চেয়ে অনেক কম। SNB জানিয়েছে, এই তথ্য “কালো টাকা” নয় বরং আইনি জমার হিসাব। সুইস কর্তৃপক্ষ বলেছে, ভারতীয়দের সুইস অ্যাকাউন্ট মানেই অবৈধ অর্থ—এমনটা ধরা যাবে না। ২০১৮ সাল থেকে ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে স্বয়ংক্রিয় তথ্য আদান-প্রদান চুক্তি অনুযায়ী প্রতি বছর অ্যাকাউন্টের তথ্য ভারতকে জানানো হচ্ছে।

ভারতের অবস্থানও উন্নত হয়েছে—২০২৩ সালে যেখানে তারা ছিল ৬৭ নম্বরে, ২০২৪-এ উঠে এসেছে ৪৮ নম্বরে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তানের অর্থ কমে হয়েছে ২৭২ মিলিয়ন ফ্রাঁ, আর বাংলাদেশের অর্থ বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯ মিলিয়ন ফ্রাঁ। বিশ্বব্যাপী শীর্ষে রয়েছে যুক্তরাজ্য (CHF ২২২ বিলিয়ন), তারপর যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত।