আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ বালুচিন্তানে বিপর্যস্ত পাকিস্তান সেনা। সেখানে পাকসেনার গাড়ি লক্ষ্য করে আইই়ডি বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে সাতজন পাকিস্তানের সেনার মৃত্যু হয়েছে। তবে এর দায় কেউ স্বীকারে করেনি।
 
 ইন্ডিয়া টুডের খবর অনুসারে মঙ্গলবার পাকিস্তান সেনার গাড়িটি যখন যাচ্ছিল তখন সেখানে হঠাৎই এলইডি বিস্ফোরণ হয়। এর আগে বিএলএ এই ধরণের হামলা করেছিল। তবে তারা এবার এর দায় স্বীকার করেনি। এর আগেও বিএলএ-র হাতে পর্যুদস্ত হতে হয়েছে পাকিস্তান সেনাকে।
 
 প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে চড়ছে পারদ। মঙ্গলবার ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সেখানে ভারতীয় তিন বাহিনীর কর্তারাও ছিলেন।
 
 বিগত সপ্তাহে এমনই একটি বৈঠকে প্রধানমন্ত্রী তিন বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। পহেলগাঁওতে যে জঙ্গি হামলা ঘটেছে তারপর থেকেই চড়েছে উত্তেজনার পারদ। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার একটি অংশ এই হামলা চালিয়েছে বলে স্বীকারও করেছে। এরপর থেকেই ঘরে বাইরে চাপে পাকিস্তান।
 
 ভারত-পাকিস্তান সীমান্তে ইতিমধ্যেই তৈরি রয়েছে ভারতের তিন বাহিনী। রাজস্থানে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর  মহড়ায় আরও চাপে থাকবে পাকিস্তান। এবার কোন দিক থেকে তারা নিজেদের বাঁচাবে তা নিয়েই তারা চিন্তিত। 
 
 বালুচিস্তানে এই পাক সেনাদের মৃত্যুর পর বিষয়টি নিয়ে আরও চাপে পড়ে গিয়েছে পাকিস্তান। তারা এবার কীভাবে নিজেদেরকে তৈরি করবে তা নিয়েই এখন গলা জলে রয়েছে। 
