আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহ, দাবদাহ ইউরোপের শহরগুলিতে। তথ্য, তীব্র গরমে ইউরোপের একাধিক শহরে প্রায় আড়াই হাজার মানুষের প্রাণ গিয়েছে।
বুধবারে প্রকাশিত একটি রিপোর্টের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের এবং তার আগের দিনগুলিতে ঘটে চলা তীব্র তাপপ্রবাহের কারণে ইউরোপের ১২টি শহরে মৃত্যু হয়েছে প্রায় ২৩০০ জনের।
আরও পড়ুন: আরও সাত দেশকে শুল্ক-নোটিশ পাঠাচ্ছে মার্কিন মুলুক, এবার কি চিঠি পাবে ভারতও? দেখে নিন তালিকা
এই গবেষণাটি ছিল ১০ দিনের। তথ্যও সংগ্রহ করা হয়েছিল ২ জুলাই পর্যন্ত। গবেষণাটি সম্পন্ন করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিজ্ঞানীরা। মূলত গবেষণা চালান হয়েছে বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন এবং মিলান-সহ ১২টি শহরকে নিয়ে।
জলবায়ু পরিবর্তনের কারণে ওই জায়গাগুলিতে আচমকা তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যায়। উল্লেখ্য, ওই সময়কালে তীব্র গরমে পুড়ছিল ইউরোপ। স্পেনে তাপমাত্রা ছাড়িয়ে যায় ৪০ ডিগ্রি, ফ্রান্সে দাবানল ঘটে।
