আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক জলসীমায় ইজরায়েলি বাহিনী সোমবার ভোররাতে প্যালেস্তাইনমুখী একটি সাহায্যবাহী নৌকাকে আটক করে। নৌকাটিতে ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং ফরাসি ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসানসহ আরও ১২ জন।
‘ম্যাডলিন’ নামের ব্রিটিশ পতাকাবাহী ইয়টটি ৬ জুন সিসিলি থেকে রওনা হয় এবং প্যালেস্তাইনের গাজা উপত্যকার দিকে অগ্রসর হচ্ছিল। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে এই যাত্রা অনুষ্ঠিত হয়।
ইজরায়েলি পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ইয়াটটিতে থাকা সদস্যদের উদ্ধার করে নিরাপদে রাখা হয়েছে এবং তাদের পানীয় জল ও খাদ্য সরবরাহ করা হয়েছে। নৌকাটির বোঝাই ছিল প্রতীকী মানবিক সহায়তা, যার মধ্যে চাল ও শিশুখাদ্য ছিল। ইজরায়েলি কর্তৃপক্ষ পুরো উদ্যোগটিকে "মিডিয়া প্ররোচনা" হিসেবে বর্ণনা করেছে।
তবে মানবাধিকার কর্মীরা বলছেন, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল গাজায় চলমান মানবিক সংকটের দিকে দৃষ্টি আকর্ষণ করা। ফ্লোটিলা সংগঠনটি গাজা অবরোধকে ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে অভিহিত করে আসছে।
এর আগেও প্যালেস্তাইনমুখী একটি নৌকা আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার জন্য ইজরায়েলকে দায়ী করেছে সংগঠনটি। ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই ইজরায়েল ও মিশর অঞ্চলটিতে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে, যা এখনো অব্যাহত রয়েছে।
