আজকাল ওয়েবডেস্ক :  মার্কিন মুলুকের ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে ফের আসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির জয় কার্যত স্পষ্ট হতেই, বিরাট লাফ দিল ভারতের শেয়ার বাজার। বুধবার ৭০০ পয়েন্ট বেড়ে ৮০ হাজারের গণ্ডি পার করল সেনসেক্স। একইভাবে বেড়েছে নিফটি ফিফটিও। একইসঙ্গে তাল রেখে বিশ্বের শেয়ার বাজারেও বিরাট লাফ লক্ষ্য করা গিয়েছে।

 

কমলা হ্যারিসের সামনে ইতিহাস তৈরির সুযোগ ছিল। ২৭০ ম্যাজিক ফিগার পার করেছেন ট্রাম্প। তিনি পেয়েছেন ২৭৭ টি ভোট। অন্যদিকে কমলা হ্যারিস পেয়েছেন ২২৬ টি ভোট। সাতটি সুইংয়ের মধ্যে ছটিতেই জয়ী হয়েছেন ট্রাম্প।  ৫০ প্রদেশের মধ্যে বেশির ভাগই ট্রাম্পের রিপাবলিকানদের দখলে। বহুদিন ধরেই নিম্নগামী ছিল ভারতের শেয়ারবাজার। ভারতের বাজার থেকে বিনিয়োগ কমাচ্ছিলেন বিদেশি বিনিয়োগকারীরা।

 

তবে ইঙ্গিত ছিল, মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে ঘুরে দাঁড়াবে দালাল স্ট্রিট। সেটাই হল, এদিন ২৯৫ পয়েন্ট বেড়েই দিন শুরু করে বাজার। এর পর কমলা হ্যারিসকে ছাপিয়ে ট্রাম্পের বিজয়রথ যত এগোতে থাকে ভারতের বাজারেও তার প্রভাব পড়তে শুরু করে। শেষ পাওয়া খবরে, ৭০০-এর বেশি পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছে যায় ৮০,২৬৭। দিনের বাকি সময়ে এই শেয়ার বাজার আরও চাঙ্গা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

 ভারত-মার্কিন সম্পর্ক বরাবরই ভাল। সেদিক থেকে দেখতে হলে ডোনান্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কের কথা বারে বারে শিরোনামে উঠে এসেছে। ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর ভারতের শেয়ার বাজার যে ফের একবার চাঙ্গা হবে সেটাই স্বাভাবিক।