আজকাল ওয়েবডেস্ক: রোগা হলে প্রথমেই বাদ পছন্দের তালিকা থেকে। ছিপছিপে গড়ন হলে চলবে না। মোটা মেয়েরাই বিয়ের জন্য উপযুক্ত। এখনও একটি দেশে এই নিয়ম জারি রয়েছে। ঐতিহ্য মেনে পুরুষরা মোটা মেয়েদেরই বিয়ে করতে চান। 

জানা গেছে, উত্তর আফ্রিকার মৌরিতানিয়ার ঐতিহ্য হল, বিয়ের পিঁড়িতে বসার জন্য মেয়েদের মোটা হতে হবে। যার জন্য ছেলেদের তুলনায় মেয়েদের প্রতি বেশি যত্ন নেওয়া হয়। ছোটবেলা থেকেই তাঁদের খাওয়াদাওয়ায় বিশেষ নজর দেওয়া হয়। ভাত, অলিভ ওয়েল, ছাগলের দুধ, বাদাম, এইধরনের খাবার খাওয়ানো হয়। তারপর তাঁদের দীর্ঘক্ষণ বিশ্রামের সুযোগ দেওয়া হয়। বিশ্রামের পর আরও খাওয়ানো হয় তাঁদের। 

বিয়ের বয়স হওয়ার আগেই মেয়েদের স্বাস্থ্যবতী বানাতে বিশেষ জোর দেয় প্রতি পরিবার। মেয়েদের ওবেসিটি থাকলে, সেটি একটি গুণ বলেই মনে করেন তাঁরা। এই দেশের বাসিন্দাদের ধারণা, মোটা মেয়েরা অনেক বেশি আকর্ষণীয় হন। তাঁদের সৌন্দর্য এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়।