আজকাল ওয়েবডেস্ক: প্রেমে ভরসা করে নিজেরজেতা লটারি টিকিট প্রেমিকার হাতে তুলে দিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সেই টিকিট থেকে প্রাপ্ত কোটিপতি অর্থ নিয়ে প্রেমিকা হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরে জানা যায়, তিনি অন্য এক পুরুষের সঙ্গে থাকছেন। কানাডার উইনিপেগের ঘটনা।
এই ঘটনায় প্রেমিক লরেন্স ক্যাম্পবেল তাঁর 'প্রাক্তন' প্রেমিকা ক্রিস্টাল অ্যান ম্যাকে-এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, তিনি ২০ জানুয়ারির লটারি ড্র-এর জন্য উইনিপেগের কানকো গ্যাস স্টেশন থেকে ১২ ডলারের একটি কুইক পিক টিকিট কিনেছিলেন এবং সেই টিকিট তাঁর প্রেমিকার হাতে তুলে দেন টাকা তোলার জন্য। টিকিটটি ৫ মিলিয়ন কানাডিয়ান ডলার (প্রায় ₹৩০ কোটি) জিতে নেয়।
আদালতে দাখিল করা নথি অনুযায়ী, টিকিটের পুরস্কার তুলতে গিয়ে প্রেমিকা ক্রিস্টাল জানান এটি তাঁর জন্মদিনের উপহার। দু’জনে মিলে একটি দোকানে দাঁড়িয়ে বড় মাপের প্রতীকী চেক হাতে ছবিও তোলেন। কিন্তু এর কিছুদিনের মধ্যেই প্রেমিকা ক্যাম্পবেলের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর ক্যাম্পবেল খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে থাকছেন।
এই ঘটনার পর ক্যাম্পবেল শুধু প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধেই নয়, পশ্চিম কানাডা লটারি কর্পোরেশন এবং ম্যানিটোবা লিকার অ্যান্ড লটারি সংস্থার বিরুদ্ধেও মামলা করেছেন। মামলাটি ম্যানিটোবার কোর্ট অব কিং’স বেঞ্চ-এ দায়ের হয়েছে। বর্তমানে বিষয়টি বিচারাধীন। ক্যাম্পবেলের দাবি, যেহেতু টিকিটটি মূলত তিনি কিনেছিলেন, তাই প্রাপ্ত অর্থও তাঁর প্রাপ্য।
