আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সবচেয়ে বড়, লম্বা ও ভারী জেলিফিশ প্রজাতির এক অপূর্ব ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা মুগ্ধ করেছে লক্ষ লক্ষ দর্শককে। এই চমকপ্রদ ভিডিওটি করেছেন আন্ডারওয়াটার ভিডিওগ্রাফার জন রনি। তিনি শেয়ার করেছেন এক বিশাল আকারের লায়ন’স মেন জেলিফিশ-এর দৃশ্য, যা তিনি করেছিলেন সালিশ সাগরে। উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত এক অভ্যন্তরীণ সমুদ্র, যা প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত।


রনি তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, সেদিন তিনি মূলত স্কুইড ও ছোট জেলিফিশের কিছু ভিডিও করার আশা করেছিলেন। কিন্তু ডুব দেওয়ার কিছুক্ষণ পরেই তিনি জলের ভেতর একটি অস্বাভাবিক দৃশ্য দেখতে পান। একটি লম্বা, চিকন টেন্টাকল বা শুঁড় যেন তার মাথার উপরে ভেসে যাচ্ছে। তিনি বলেন, প্রথমে শুঁড়টির শেষ দেখা যাচ্ছিল না, তাই কৌতূহলবশত তিনি সেটি অনুসরণ করতে শুরু করেন। প্রায় এক মিনিটেরও বেশি সময় ধরে তিনি শুঁড়টির পিছু নেন, এবং শেষে দেখা পান এক বিশাল আকৃতির লায়ন’স মেন জেলিফিশের।


এই প্রজাতির জেলিফিশ সমুদ্রজগতে এক রাক্ষুসে প্রাণী হিসেবে পরিচিত। জন রনি জানান, এখন পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে বড় লায়ন’স মেন জেলিফিশের ঘণ্টার ব্যাস ছিল প্রায় ৭ ফুট, আর এর টেন্টাকল বা শুঁড়ের দৈর্ঘ্য ছিল ১২০ ফুট পর্যন্ত যা প্রায় এক ফুটবল মাঠের সমান। স্মিথসোনিয়ান ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, এই প্রজাতির জেলিফিশের ওজন ১ টন বা তারও বেশি হতে পারে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by John Roney (@roneydives)