আজকাল ওয়েবডেস্ক: গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইজরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন প্যালেস্তিনীয় নিহত এবং বহু আহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, দক্ষিণের খান ইউনিস শহরে একটি আবাসিক ভবনে হামলায় বারাকা পরিবারের ১০ জন এবং একটি সেলুনে হামলায় মহিলা ও শিশুসহ আরও ৬ জন নিহত হয়েছেন। এছাড়া, খান ইউনিসে আরও কয়েকটি হামলায় ৮ জন, রাফাহ শহরে ২ জন এবং গাজার উত্তরে তাল আল-জাতার এলাকায় মাকদাদ পরিবারের বাড়িতে হামলায় ১৩ জন প্রাণ হারিয়েছেন।

গাজা শহরের দুটি উদ্বাস্তু শিবিরে বিমান হামলায় ৬ জন এবং আল-তুয়াম এলাকায় একটি ত্রাণ তম্বুতে হামলায় ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। জাবালিয়ায় বেসামরিক লোকদের ওপর আরেকটি হামলায় এক যুবক নিহত হয়েছেন।

সিভিল ডিফেন্স হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, জ্বালানির ঘাটতির কারণে তাদের উদ্ধার তৎপরতা বন্ধ হয়ে যেতে পারে। ইজরায়েলি অবরোধের কারণে মানবিক সহায়তা ও জ্বালানি প্রবেশ বন্ধ রয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা জুড়ে প্রায় ৪০টি 'সন্ত্রাসী টার্গেট' ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে অস্ত্রের গুদাম ও সামরিক স্থাপনা।

অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ৫১,০০০-এর বেশি প্যালেস্তিনীয় নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।