আজকাল ওয়েবডেস্ক: যুগ যত এগোচ্ছে, প্রযুক্তির আবিষ্কার তত বাড়ছে। এবার আমেরিকান গাড়ি নির্মাণকারী একটি সংস্থা নিয়ে এল উড়ন্ত গাড়ি। সেটির ট্রায়ালের ভিডিও সমাজমাধ্যমে পোস্টও করেছে নির্মাণকারী সংস্থা। ইতিমধ্যেই ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল। নয়া মডেলের এই গাড়ি নেটিজেনদের নজর কেড়েছে।
সম্প্রতি ভবিষ্যৎ প্রজন্মের উড়ন্ত গাড়ির একটি ভিডিও সামাজমাধ্যমে ভাইরাল। নির্মাণকারী সংস্থা জানিয়েছে গাড়িটির বাজারদর প্রায় ২.৬ কোটি টাকার কাছাকাছি হতে পারে। ভিডিওটিতে দেখা যাচ্ছে , ক্যালিফর্নিয়ার রাস্তায় দিয়ে একটি গাড়িটি চলছে। আচমকাই ওই গাড়িটি আরেকটি গাড়ির ওপর উঠে যায়। এই দৃশ্যটি একদম অ্যাকশন সিনেমার সঙ্গে মিলে গেছে। নির্মাণকারী সংস্থা জানিয়েছে , "ফাঁকা রাস্তায় গাড়ির পরীক্ষানিরীক্ষা করা হয়েছে"। অন্যাদিকে, সংস্থার কর্নাধার জিম দুখোভনি বলেছেন, তাঁদের এবারের আবিষ্কার আধুনিক প্রযুক্তির বড়সড় প্রমাণ হিসেবে ভূমিকা পালন করবে।
তিনি আরও জানিয়েছেন, নয়া মডেলের এই গাড়িটি দুই আসন বিশিষ্ট। যা রাস্তায় এবং উড়ন্ত অবস্থায় দুই ক্ষেত্রেই কার্যকরী হবে। এই গাড়িটি একশো মাইল অবধি উঁচুতে উড়তে পারবে এবং ২০০ কিমি অবধি অতিক্রম করতে পারবে। জানা গিয়েছে, বাজারে আসার আগেই নির্মাণকারী সংস্থা এখনও অবধি ৩,৩০০টি গাড়ির অর্ডার পেয়েছে।
