আজকাল ওয়েবডেস্ক: আশ্চর্য এক দ্বীপ। জনসংখ্যার ৫০ হাজার গুণ বেশি পাখির সংখ্যা সেখানে। যেন পাখিদের রাজত্ব দ্বীপ জুড়ে। মূল শহর থেকে বহুদূরের এই দ্বীপে নিত্যদিন টিকে থাকার লড়াইয়ে সামিল স্থানীয় বাসিন্দারা। যাঁদের জীবনযাপনের কাহিনি আরও চমকে দেবে। কোথায় সেই দ্বীপ?
ইউরোপের আইসল্যান্ডে রয়েছে এই দ্বীপ। আইসল্যান্ডের উত্তরের উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের এই দ্বীপের নাম, গ্রিমসে। নানা প্রজাতির পাখির আনাগোনা এখানে। পাখিদের রাজত্বের কারণেই বিখ্যাত গ্রিমসে। বিশেষত, যাঁরা পাখি দেখতে পছন্দ করেন, পাখির ছবি তুলতে পছন্দ করেন, এমন পর্যটকদের জন্য গ্রিমসে অন্যতম আকর্ষণীয় গন্তব্য।
গ্রিমসে দ্বীপে মাত্র ২০ জন মানুষ থাকেন। দ্বীপ জুড়ে ১০ লক্ষ পাখির বসবাস। রয়েছে প্রচুর সামুদ্রিক পাখি। পাশাপাশি আইসল্যান্ডিক ঘোড়া এবং ভেড়ার পাল এই দ্বীপে দেখা যায়। ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে বেড়ায় সারাদিন। পাখিদের কারণে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে স্থানীয় বাসিন্দাদের। গ্রিমসের মূল ভূখণ্ডের সঙ্গে বিদ্যুতের সংযোগ নেই। ডিজেলচালিত জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয় এখানে। নেই কোনও হাসপাতাল, ডাক্তার, পুলিশ স্টেশন। তিন সপ্তাহ অন্তর একজন চিকিৎসক এই দ্বীপে এসে সকলের স্বাস্থ্য পরীক্ষা করে যান।
১৯৩১ সাল পর্যন্ত বছরে মাত্র দু'বার একটি ছোট নৌকা এই দ্বীপে আসা-যাওয়া করত। বর্তমানে এই দ্বীপে একটি বিমানবন্দর রয়েছে। বিমানে করেই এই দ্বীপে পৌঁছতে পারেন পর্যটকরা।
