আজকাল ওয়েবডেস্ক: সংস্থায় যোগ দিয়েছিলেন, ভাবতেন প্রমোশনের কথা। ভাবতেন কীভাবে বলবেন বেতন বাড়ানোর কথা। মন দিয়ে কাজ করতে শুরু করেন, কাঙ্খিত বেতনের জন্য। কেমন কাজ? দিনে সকাল সাতটা থেকে রাত ন’ টা পর্যন্ত কাটিয়ে দিতেন অফিসেই। দিনের পর দিন পারিবারিক অনুষ্ঠানে অনুপস্থিত। মেয়ের কথা মনে পড়ত, কিন্তু অফিসে বসেই। মেয়ের জন্মদিনে হাজির থাকতে পারতেন না, কারণ তখন অফিসে মিটিং চলছিল হয়তো। এমনকী যেদিন তাঁর মেয়ের জন্ম হয়, সেদিনও তিনি সারাদিন ব্যস্ত ছিলেন মিটিংয়ে। স্ত্রীকে তাঁর কোনও সমস্যায় সময় দিতে পারেননি।
সংস্থা কর্মীর কাজে বেজায় খুশি। কর্মী পেলেন কাঙ্খিত, বিপুল অঙ্কের বেতন। ৭.৮ কোটি প্যাকেজ। কিন্তু, বিরাট বেতনের রাস্তা যখন তিনি তৈরি করছিলেন, দিনে দিনে তখনই যে নষ্ট হচ্ছিল তাঁর ব্যক্তি জীবন, বুঝতে পারেননি সেকথা। যখন পারলেন, তখন দেরী হয়ে গিয়েছে।
Total comp $900,000, but at what cost?
— Daniel Vassallo (@dvassallo)
I got out of this rat race when I looked around me and realized that even the winners were miserable. pic.twitter.com/c05byRzgo2Tweet by @dvassallo
নিজের নাম প্রকাশ না করে ওই ব্যক্তি সমাজমাধ্যমে জানিয়েছেন, বড় অঙ্কের বেতন তো দিতে রাজি সংস্থা। কিন্তু এই অতি ব্যস্ত স্বামীর সঙ্গে আর ঘর করতে চাইছেন না স্ত্রী। বিশ্বের অন্যতম বড় আইটি সংস্থায় কর্মরত ওই ব্যক্তি। দুই মহাদেশের কাজের দেখভাল করতেন ওই সংস্থায় গত তিন বছর ধরে। লক্ষ্য ছিল সংস্থার উচ্চপদ, বিপুল বেতন। দিনভর কাজ করে হাসিল করেও ফেললেন। কিন্তু তারপর? স্ত্রী চাইছেন বিচ্ছেদ। বলছেন, এই ব্যস্ততার জীবনে, যে মানুষের নিজের পরিবারের জন্য সময় নেই এক বিন্দু, তাঁর সঙ্গে আর ঘর করবেন না।
এই পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অফিসা, কর্মব্যস্ততায় দিনে দিনে জীবনের ‘ব্যালেন্স’ নষ্ট হচ্ছে বলে অভিযোগ এক অংশের। সেই আলোচনাকেই বাড়িয়ে দিয়েছে এই পোস্ট। অনেকেই ওই ব্যক্তির সমালোচনাও করেছেন।
