আজকাল ওয়েবডেস্ক : তাকে নিয়ে যেন বিতর্কের শেষ নেই। সর্বদাই তিনি যেন খবরে থাকতে পছন্দ করেন। এবার অ্যাশলে নামের এক মহিলা দাবি করলেন তিনি নাকি মাস্কের ১৩ তম সন্তানের মা হয়েছেন। তিনি ৫ মাস আগে তার সন্তানকে জন্ম দিয়েছেন। এই সন্তানের পিতা ইলন মাস্ক।
ওই মহিলা আরও জানিয়েছেন, গোটা বিষয়টি তাঁকে গোপনে রাখতে বলেছিলেন মাস্ক। তবে সন্তানের ভবিষ্যতের কথা মনে রেখে তিনি এবার সমস্ত তথ্য সকলের সামনে নিয়ে এলেন। গোটা বিশ্বের এটা জানা দরকার মাস্ক তার ১৩ তম সন্তানের জন্ম দিয়েছেন। সন্তানের জন্ম দেওয়ার পর মাস্কের সঙ্গে তিনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। তবে মাস্ক তার প্রতি অবহেলা দেখান। তাই তিনি এই ধরণের একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। মাস্কের সন্তান থাকার পরও তিনি আরও সন্তান চান। তাই তিনি তাঁকে গোপনে বিয়ে করেছেন।
মাস্কের বর্তমান বয়স ৫২ বছর। তার ১২ টি সন্তান রয়েছে। তিনটি স্ত্রী রয়েছে মাস্কের। প্রথম স্ত্রী জাস্টিনের রয়েছে ৫ টি সন্তান। দ্বিতীয় স্ত্রীর কাছে থেকে তার ৩ টি সন্তান রয়েছে। তৃতীয় স্ত্রীর কাছে তার চারটি সন্তান রয়েছে।
বিষয়টি সকলের সামনে আসতেই গোটা দুনিয়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সেই অবস্থায় নিজের কথা সামনে রাখলেন টেসলা কর্তা। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, বিষয়টি একেবার মিথ্যা। তার প্রথম সন্তান কিছুদিনের মধ্যেই বাবা হবে। তাই এই সময় তাকে বিপর্যয়ে ফেলার একটি প্রচেষ্টা ছাড়া কিছুই নয়।
যদিও মাস্কের প্রাক্তন স্ত্রী বা সন্তানরা এবিষয়ে কোনও মন্তব্য করেননি। তারা মনে করেন এটি মাস্কের ব্যক্তিগত বিষয়। সেখানে তারা হস্তক্ষেপ করবেন না। তার প্রতিষ্ঠানে বহু মহিলা কাজ করেন। তাদের সঙ্গে মাস্কের কী সম্পর্ক তা নিয়ে তারা মাথা ঘামাতে চান না। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল পড়ে গিয়েছে। সকলেই জানতে চাইছেন মাস্কের ১৩ তম সন্তান সম্পর্কে। কে সত্যি কথা বলছেন সেটা বোঝাই এখন দায়।
