আজকাল ওয়েবডস্ক: কথায় আছে জোর যার মুলুক তার। এই কথাকেই নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন ইলন মাস্ক। তার মতে টাকা যার দুনিয়া তার। নিজের টাকার জোরে তিনি সবকিছুকেই কিনে নিতে চান। তার উদাহরণ তিনি আগেও দিয়েছেন। এবার তার নজর পড়েছে উইকিপিডিয়ার দিকে। তিনি সেখানেও ১ বিলিয়ন টাকার অফার দিয়েছেন উইকিপিডিয়া কেনার জন্য।
তার এই অফার তিনি দিয়ে রেখেছেন বিগত ১ বছর ধরে। তার এই অফারে উইকিপিডিয়া জানিয়েছে যে তারা বিক্রির জন্য কোনও চিন্তাভাবনা করতে পারছেন না। তাদের এই কথায় হতাশ হয়েছেন মাস্ক। তবে তিনি এখনই হাল ছাড়ছেন না। তিনি মনে করেন কখনও তিনি সুযোগ পাবেন। আর তখনই তিনি উইকিপিডিয়াকে কিনে নেবেন।
যদি দরকার পড়ে তিনি নিজের বরাদ্দ অর্থ আরও বাড়াবেন বলেও জানিয়েছেন। গত বছরের অক্টোবর মাসে এই অফার দিয়েছিলেন মাস্ক। নিজের একটি পোস্টে মাস্ক লিখেছিলেন তাদের আমি বিলিয়ন ডলার দেব যদি তারা তাদের নাম পরিবর্তন করে ডিকিপিডিয়া। তবে তার এই পোস্টের কোনও জবাব দেয়নি উইকিপিডিয়া কর্তৃপক্ষ। এরপর এক বছর কেটে যাওয়ার পর মাস্ক লিখেছেন, আমি কী বোকা। নাহলে এতদিন ধরে অপেক্ষা করে থাকি। উইকিপিডিয়া তাড়াতাড়ি নিজেদের কাজ কর।
বিশেষজ্ঞরা মনে করছেন ইলন মাস্ক বিভিন্ন লাভজনক সংস্থা নিজের কাছে নিতে চাইছেন যাতে তিনি সকলের উপর নজরদারি করতে পারেন। বিশেষত সেইসব প্রতিষ্ঠান যেখানে বিশ্বের সমস্ত মানুষের তথ্য রক্ষা করা আছে। সেইসব তথ্য নিয়ে মাস্ক আগামীদিনে কী করতে চান সেটি একমাত্র তিনিই জানেন।
