আজকাল ওয়েবডেস্ক: শীত মানেই ঘনঘন চা, কফিতে চুমুক। নানা স্বাদের চা, কফি খেতে আগ্রহী বহু মানুষ। এবার শীতের মরশুমেই দেদার বিকোচ্ছে খাঁটি সোনার চা, কফি। যা খেতে ক্যাফেতে রীতিমতো উপচে পড়ছে ভিড়। দিন গেলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন ক্যাফের মালিক। কীভাবে সম্ভব? 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি দুবাইয়ে দেদার বিক্রি হচ্ছে খাঁটি সোনার চা, কফি। ডিআইএফসি-র এমিরেটস ফিনান্সিয়াল টাওয়ারে বোহো ক্যাফেতে উপচে পড়ছে ভিড়। খাঁটি সোনার চা, কফি খাওয়ার জন্য রীতিমতো লাইনে দাঁড়াচ্ছেন বহু মানুষ। ক্যাফের মালিক ভারতীয় বংশোদ্ভূত সুচেতা শর্মা জানিয়েছেন, এক কাপ খাঁটি সোনার চায়ের দাম ১ লক্ষ ১৪ হাজার টাকা। এবং এক কাপ সোনার কফির দাম ১ লক্ষ ৪ হাজার টাকা। 

সুচেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ক্যাফেতে চা, কফি রুপোর কাপ, প্লেটে পরিবেশন করা হয়। যা কেউ চাইলে বাড়িতেও নিয়ে যেতে পারবেন। চা, কফিতে ছড়িয়ে দেওয়া হয় ২৪ ক্যারাট সোনার গুঁড়ো। এখানে সোনার চা, কফি ছাড়াও সোনার পানীয়, আইসক্রিম, কেক খেতেও ছুটে আসছেন মানুষ। এই ক্যাফেতে সাধ্যের মধ্যেও বহু খাবারের পদ রয়েছে। কিন্তু অধিকাংশের আগ্রহ সোনার চা, কফির প্রতি।