আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সুরক্ষা বাড়াতে বড় ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের যেকোনও প্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে এবার রক্ষা করবে 'গোল্ডেন ডোম'। এমনকী মহাকাশ থেকেও হামলা হলে 'গোল্ডেন ডোম' রক্ষা করবে যুক্তরাষ্ট্রকে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'গোল্ডেন ডোম' নিয়ে বড় ঘোষণা করেন। ট্রাম্প জানিয়েছেন, 'নির্বাচনের সময়েই দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুরক্ষার জন্য অত্যাধুনিক প্রকল্প শুরু করা হবে। যেকোনও মুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে 'গোল্ডেন ডোম'। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, তার কাজ শুরু হয়ে গেছে।'
ট্রাম্প আরও জানিয়েছেন, 'গোল্ডেন ডোম'-এর জন্য ১৭৫ বিলিয়ন ডলার খরচ হবে। যার মধ্যে প্রথম ধাপেই ২৫ বিলিয়ন ডলার খরচ করা হবে। আগামী তিন বছরের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী 'গোল্ডেন ডোম' চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স জেনারেল মাইকেল গেটলিনকে 'গোল্ডেন ডোম' প্রকল্পের তত্ত্বাবধায়নের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। জল, স্থল, আকাশ থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, ক্ষেপণাস্ত্র কোনোটিই আর মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি স্পর্শ করতে পারবে না। আগামী কয়েক বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রকে যেকোনও সময়, যেকোনও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে 'গোল্ডেন ডোম'।
