আজকাল ওয়েবডেস্ক: ঘরের মেয়ে ফিরল ঘরে। পৃথিবীতে পৌঁছতেই ছড়াল আনন্দের রেশ। প্রথমেই সুনীতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোরকে পৃথিবীতে স্বাগত জানাল একঝাঁক ডলফিন! বুধবার ভোরে ফ্লোরিডার উপকূলে স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুল অবতরণের পরেই, সেটিকে ঘিরে ধরে ডলফিনের দল। ঠিক সেই মুহূর্তের ভিডিওটি আজ সকালে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

গত বছর জুন মাসে আট দিনের মিশনে গিয়ে দীর্ঘ ন'মাস মহাকাশে আটকে ছিলেন সুনীতা, বুচ উইলমোর। বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটির কারণে শুধুমাত্র সুনীতা ও বুচ আটকে পড়েন সেখানে। গত সপ্তাহেই তাঁদের ফেরার ঘোষণা করেছিল নাসা ও স্পেসএক্স। অবশেষে ২৮৬ দিন পর পৃথিবীর মাটি ছুঁলেন তাঁরা। 

ক্রিউ ৯ ক্যাপসুলের মধ্যে ছিলেন সুনীতা, বুচ, নাসার বিজ্ঞানী নিক হেগ, রাশিয়ার আলেকজান্ডার গরবুনভ। আজ ভোররাত ৩টে ২৭ মিনিটে আটলান্টিক ছোঁয় ক্যাপসুলটি। সেখানেই মোতায়েন ছিল স্পেসএক্সের জাহাজ। একে একে সুনীতারা ক্যাপসুল থেকে বেরিয়ে জাহাজে ওঠেন। তখনই ক্যাপসুলটির চারপাশে একঝাঁক ডলফিনকে লাফিয়ে বেড়াতে দেখা যায়। 

সুনীতাদের ফেরার পর আনন্দঘন এমন মুহূর্তে ডলফিনদের সামিল হতে দেখে নাসার বিজ্ঞানীরাও উচ্ছ্বসিত হয়ে পড়েন। নাসার লাইভ সম্প্রচারে ধারাভাষ্য দেওয়ার সময়েও ডলফিনদের উপস্থিতির কথা জানানো হয়। উপর থেকে দেখলে মনে হবে, যেন পৃথিবীতে দুই মহাকাশচারীকে স্বাগত জানাচ্ছে ডলফিনরা।