আজকাল ওয়েবডেস্ক: কুকুরের প্রতি ভালবাসা ছিল অগাধ। দু'টি পাগ কুকুরও ছিল তাঁর। সেই পোষ্যরাই খুবলে খেল মালকিনের দেহ! এমনটাই ঘটেছে রোমানিয়ার বুখারেস্টে। এই ঘটনায় হতভম্ব সকলে।
বুখারেস্টের বাসিন্দা আদ্রিয়ানা নিয়াগো। ৩৪ বছর বয়স। গত কয়েকদিন ধরে তাঁকে ফোন বা মেসেজ পাঠিয়ে কোনও উত্তর পাচ্ছিলেন না তাঁর পরিবার পরিজনেরা। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। তাঁরা এসে বাড়ির দরজা ভেঙে আদ্রিয়ানার নিথর দেহ উদ্ধার করেন। দেহটির অবস্থা দেখে সকলে হকচকিয়ে যান। অর্ধেক খাওয়া ছিল দেহটি। পাশেই বসে ছিল আদ্রিয়ানার পোষ্য পাগ দু'টি। পুলিশের অনুমান ক্ষুধার্থ সারমেয় দু'টি তাঁর পচন ধরা দেহটির অংশ খেয়ে নিয়েছে। দেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
এটিই প্রথমবার নয় যে কোনও পোষ্য তার মালিক বা মালকিনের মৃতদেহ খেয়ে নিয়েছে। ২০১৩ সালে, ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে ৫৬ বছর বয়সী এক মহিলা নিজের বাড়িতে মারা যান। তাঁর নিজের বিড়ালই তাঁকে খেয়ে ফেলেছিল। পুলিশ ঘরে ঢুকে রান্নাঘর এবং বসার ঘরে বেশ কয়েকটি মৃত প্রাণী দেখতে পায়। কয়েকটি বেঁচেও গিয়েছিল। তাঁদের ধারণা, ক্ষুধার্ত প্রাণীগুলি কয়েক মাস ধরে খাবার ছাড়াই থাকার পর তাদের মালকিনকেই খেতে শুরু করে দিয়েছিল। বিজ্ঞানীরাও জানিয়েছেন, সুযোগ পেলে বিড়াল এবং কুকুর মৃত মানুষকে খেয়ে ফেলতে পারে।
