আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ১৫ আগস্ট আলাস্কায় বৈঠক সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকে নজর ছিল গোটা বিশ্বের। ট্রাম্প কি ফের শুল্ক-অস্ত্রের ব্যবহার করবেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে কী আলোচনা হল, বাণিজ্য নিয়ে কোনও আলোচনা হল কি না ইত্যাদি বিষয়ে আগ্রহ ছিল সকলের। সেই সব বিষয় ছাপিয়ে ইন্টারনেটে শোরগোল ফেলে দিয়েছে একটি তত্ত্ব। ট্রাম্পের সঙ্গে না কি দেখাই করেননি পুতিন! আলাস্কার বৈঠকে ট্রাম্পের মুখোমুখি হয়েছেন ‘নকল’ পুতিন! 

পুতিনের বিখ্যাত চেহারা এবং চলাফেরা সম্পর্কে অনুমানের উপর ভিত্তি করে এই তত্ত্ব খাঁড়া করা হয়েছে। টুইটার ব্যবহারকারীদের একটি অংশ মজার পোস্টে পুতিন সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন, দাবি করেছেন যে আলাস্কায় অবতরণকারী ব্যক্তির গাল দু’টো বেশি ভরাট ছিল। অন্যরা দাবি করেছেন, ট্রাম্পের সঙ্গে দেখা করার সময় রাশিয়ান প্রেসিডেন্টকে স্বাভাবিকের চেয়ে বেশি হাসিখুশি দেখিয়েছে। এর পরে সন্দেহ আরও মাথাচাড়া দিয়েছে।

আরও পড়ুন: পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে বড় ঘোষণা ট্রাম্পের, ভারতের জন্য আদৌ স্বস্তির বার্তা?

কেউ কেউ এই ‘নকল’ পুতিনের দাবিকে আরও এক ধাপ উপরে নিয়ে গিয়েছেন। তাঁদের অভিযোগ, রাশিয়ান প্রেসিডেন্ট বেশ কিছু ‘নকল’ পুতিন তৈরি করে রেখেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ সময়ে সময়ে তাঁর হয়ে জনসমক্ষে উপস্থিত হন।

একজন এক্স হ্যান্ডলে পুতিনের দু’টি ছবি পোস্ট করে লিখেছেন, “এটি আক্ষরিক অর্থেই আসল পুতিনও নন। তারা ভাল যমজ পাঠায়নি বৈঠকে, তারা ‘জভিয়াল পুতিন’ পাঠিয়েছে। যে সাধারণত ছোটখাটো জনসমক্ষে উপস্থিত হয় এবং কিমের সঙ্গে দেখা করতে দক্ষিণ কোরিয়ায় যান। চুলের রেখা আর গালের ফিলারগুলো দেখুন।”

অন্য কেউ জোর দিয়ে লিখেছেন, “আমার মনে হয় এটি পুতিনের বডি ডাবল #৫। দেখতেও তাঁর মতো নয়। তাঁর গাল গোলাকার এবং তাঁর স্বাভাবিকভাবে ডান হাত কম নড়াচড়া করে হাঁটেন না। আসল পুতিন ক্লাসিক কেজিবির ধরণে হাঁটাচলা করেন।”

?ref_src=twsrc%5Etfw">August 15, 2025

অন্য একজন দাবি করেছেন, “এই পুতিনের গালগুলি খুব ফোলা ফোলা এবং খুব বেশি হাসছে। মনে হচ্ছে সে সারাক্ষণ হাসি চেপে রাখার চেষ্টা করছে।”

মজার ব্যাপার হল, পুতিন যে তাঁর বডি ডবল ব্যবহার করছেন, তা নিয়ে জল্পনা নতুন নয়। বেশ কয়েকবার, রাশিয়ান প্রেসিডেন্টের ঘনিষ্ঠ পর্যবেক্ষকরা দাবি করেছেন যে তাঁর একাধিক বডি ডাবল রয়েছে। এমনকি উইকিপিডিয়ায় ‘ভ্লাদিমির পুতিনের বডি ডবল’ এই বিষয়ে একটি নিবন্ধও রয়েছে।

আরও পড়ুন: ৩০ লক্ষ কুকুর মেরে ফেলার পরিকল্পনা করছে এই মুসলিম দেশ, কেন এত নিষ্ঠুর পদক্ষেপ?

এই তত্ত্বটি অনেকেই সমর্থন করেন যারা বিশ্বাস করেন যে পুতিনের বডি ডবলদের যতটা সম্ভব পুতিনের মতো দেখানোর জন্য অস্ত্রোপচার করে তৈরি করা হয়েছে। তবে কিছু সমর্থক আসল পুতিনের থেকে নকলকে আলাদা করার জন্য হাঁটাচলা এবং চেহারার দিকে ইঙ্গিত করেন। পুতিনের ট্রেডমার্ক বন্দুকধারীর হাঁটাচলা নকল করা অত্যন্ত কঠিন, একটি হাত (সাধারণত তাঁর ডান হাত) পাশে অস্বাভাবিকভাবে স্থির থাকে এবং অন্যটি হাঁটার সময় স্বাভাবিকভাবে দুলতে থাকে।

অনেক স্নায়ু বিশেষজ্ঞের ধারণা যে পুতিনের এই হাঁটার ধরণ কোনও চিকিৎসাজনিত সমস্যা নয়, বরং কেজিবি-র প্রশিক্ষণের ফলেই হয়েছে। যেখানে এজেন্টদের শেখানো হয় যে তাঁদের অস্ত্রের হাত (ডান হাত) বুকের কাছে বা হোলস্টারের কাছে রাখতে হবে যাতে জরুরি অবস্থায় বন্দুক দ্রুত বার করা যায়।